১৩ই জুলাই গর্বিত হবে দেশ

১৩ই জুলাই গর্বিত হবে দেশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ জুন, ২০২৩

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বহু প্রতীক্ষিত চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করতে চলেছে শীঘ্রই। তারা আনুমানিক তারিখও প্রকাশ করেছে ইতিমধ্যে। সংস্থার কর্মকর্তারা আগামী বুধবার জানিয়েছেন যে, চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হতে পারে ১৩ই জুলাই দুপুর আড়াইটেয়। এর আগে জানা গিয়েছিল যে, ১২ থেকে ২৫শে জুলাইয়ের মধ্যে চন্দ্রযান-৩ লঞ্চ হবে। কিন্তু বুধবার ইসরোর প্রধান জানান, লঞ্চটি ১৩ই জুলাই দুপুর আড়াইটের মধ্যে করা হতে পারে। সব পরীক্ষা করা হয়ে গিয়েছে। পেলোড ইনস্টল করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই উৎক্ষেপণের প্রকৃত তারিখ ও সময় ঘোষণা করা হবে। একই সময়ে, সংবাদ সংস্থা ANI-এর সঙ্গে কথোপকথনের সময়, ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, বর্তমানে, চন্দ্রযান-৩ মহাকাশযানের পরীক্ষা সম্পূর্ণরূপে সফল হয়েছে। আমরা পরীক্ষা শেষ করেছি, তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন রকেট প্রস্তুত করছি। আজ (28 জুন রকেট প্রস্তুত হবে। তিনি জানান, চন্দ্রযান-3 রকেটের সঙ্গে লাগানো হবে এবং তারপরে উৎক্ষেপণ করা হবে।
শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হবে।
প্রোপেলান্ট মডিউল ল্যান্ডার এবং
রোভারকে ১০০ কিলোমিটার পর্যন্ত চন্দ্র কক্ষপথে চালিত করবে। এতে, চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর মেরু পরিমাপ করার জন্য একটি ‘স্পেকট্রো-পোলারিমেট্রি’ পেলোডও যুক্ত করা হয়েছে।