রেডিও পালসারের খোঁজে জ্যোতির্বিজ্ঞানীর দল

রেডিও পালসারের খোঁজে জ্যোতির্বিজ্ঞানীর দল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জুলাই, ২০২৩

পালসার হল অতিশয় চুম্বকীয় ক্ষমতা সম্পন্ন, ঘূর্ণায়মান নিউট্রন স্টার যার থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ ঘটে যা অপটিক্যাল, এক্স-রে এবং গামা-রে টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। MeerKAT টেলিস্কোপ ব্যবহার করে, জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল সৌভাগ্যক্রমে এক নতুন বিরামহীন রেডিও পালসার আবিষ্কার করেছেন যার নাম দেওয়া হয়েছে PSR J1710−3452। ১৯-শে জুন প্রি-প্রিন্ট সার্ভার arXiv-এ খবরটা প্রকাশিত হয়েছিল।

সম্প্রতি, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ভোপাল (IISER ভোপাল) -এর ময়ুরেশ সুরনিসের নেতৃত্বে একদল জ্যোতির্বিজ্ঞানী MeerTIME প্রোগ্রামের অংশ হিসাবে MeerKAT টেলিস্কোপের মাধ্যমে PSR J1708−3506 নামে পরিচিত একটি মিলিসেকেন্ড পালসার পর্যবেক্ষণ করেছেন। এই পর্যবেক্ষণের সময়, তারা একটি নতুন পালসার সনাক্ত করেছেন। গবেষণা অনুসারে, PSR J1710−3452- এর স্পিন পিরিয়ড অপেক্ষাকৃত দীর্ঘ, প্রায় ১০.৪ সেকেন্ড এবং বিচ্ছুরণ পরিমাপ হল ১৮৯ পিসি/সেমি কিউব। এই পালসারের পৃষ্ঠের চৌম্বক ক্ষেত্রের শক্তি ২৫ কোয়াড্রিলিয়ন গাউস।   PSR J1710−3452-এর এই বিরামহীন প্রকৃতি, অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের শক্তি এবং আকাশগঙ্গায় এর অবস্থান থেকে গবেষকেরা ধারণা করছেন যে এটি ম্যাগনেটরের অংশবিশেষ।গবেষকদের মতে যদি এটি সত্যিই একটা ম্যাগনেটার হয়, তবে এটি অপেক্ষাকৃত উচ্চ গ্যালাকটিক অক্ষাংশে (২.৯ ডিগ্রি) অবস্থিত, এবং সম্ভবত গ্যালাক্সিতে পরিচিত প্রাচীনতম এবং সবচেয়ে বিরামহীন চুম্বকগুলোর মধ্যে অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =