এক তৃতীয়াংশ বন্য মেরুদণ্ডী প্রাণী মানুষের শোষণের শিকার

এক তৃতীয়াংশ বন্য মেরুদণ্ডী প্রাণী মানুষের শোষণের শিকার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ জুলাই, ২০২৩

মানুষ পালকের জন্য ঝলমলে কেটজালকে শিকার করে। পোষার জন্য সোনালী বিষাক্ত ব্যাঙ ধরেও মানুষ ব্যবসা করে। আবার প্যাঙ্গোলিনের মাংস খাওয়ার জন্য, আর তার আঁশ ওষুধ বানানোর জন্য মানুষ কাজে লাগায়। ২৯ শে জুন কমিউনিকেশন বায়োলজিতে এক গবেষণায় প্রকাশিত সমস্ত বন্য মেরুদন্ডী প্রানীদের মধ্যে এক তৃতীয়াংশ প্রাণী, মানুষ ব্যবসা, খাওয়া বা অন্যান্য কাজে লাগায়। পৃথিবীর ৪৭০০০ মেরুদন্ডী প্রজাতির মধ্যে প্রায় ১৪৬০০ প্রজাতিকে মানুষ এভাবে নানাপ্রকারে শোষণ করে থাকে।

নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্সের ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ম এবং সহকর্মীরা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, বা আইইউসিএন দ্বারা সংকলিত তথ্য সংগ্রহ করে, বিশ্বব্যাপী সমস্ত প্রজাতির কীভাবে বাণিজ্যে ব্যবহার হয় এবং তাদের ঝুঁকির কারণ খুঁজেছেন।

মানুষের শোষিত প্রাণীদের মধ্যে অর্ধেকেরও বেশি হল মাছ ও স্তন্যপায়ী প্রাণী যাদের মানুষ খাবার জন্য হত্যা করে; পাখি, সরীসৃপ, উভচর নিয়ে পোষ্য হিসেবে ব্যবসা করে; আর ৮% প্রাণীকে খেলা আর মজার জন্য হত্যা করে। এছাড়াও ওষুধ, বস্ত্র নানা কাজে বেশ কিছু প্রাণী মানুষের দরকার লাগে। বর্তমানে প্রায় ১৩% মেরুদণ্ডী প্রজাতির প্রাণী অবলুপ্ত হতে বসেছে, যার জন্য মানুষের একটা বড়ো ভূমিকা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =