ভিটামিন K-র অভাব ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দেয়

ভিটামিন K-র অভাব ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দেয়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ আগষ্ট, ২০২৩

রক্তে ভিটামিন K-র পরিমাণ কম থাকলে ফুসফুসের কার্যকারিতা কমে যায়- এমনটাই বলছে ইআরজে ওপেন জার্নালে প্রকাশিত এক সমীক্ষায়। তাছাড়াও বলা যায় এই সব ব্যক্তিদের হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভিটামিন K সবুজ শাকসবজি, উদ্ভিজ্জ তেল এবং দানাশস্যে পাওয়া যায়। এটি রক্ত জমাট বাঁধতে সাহায্যে করে আর তাই শরীরের ক্ষত নিরাময়ে সহায়তা করে, তবে গবেষকরা ফুসফুসের স্বাস্থ্যে ভিটামিন K-এর ভূমিকা সম্পর্কে ততটা সচেতন ছিলেন না।
নতুন এই গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিদের রক্তে ভিটামিন K-এর পরিমাণ কম তাদের FEV1 (forced expiratory volume) অর্থাৎ যে পরিমাণ বায়ু এক সেকন্ডে নির্গত হয় এবং FVC (forced vital capacity) অর্থাৎ একবার জোরে শ্বাস নিলে যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢোকে উভয়ই কম। এই সব ব্যক্তিরা সিওপিডি, হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় বেশি আক্রান্ত হয়। গবেষকদের মতে ভবিষ্যতে ভিটামিন K বৃদ্ধি ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে পারে কিনা বা ভিটামিন K সম্পূরক গ্রহণ করে মানুষ উপকৃত হবে কিনা তা দেখার জন্য আরও গবেষণা প্রয়োজন।