বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৯ সেপ্টেম্বর, ২০২১
দক্ষিণবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ লুকিয়ে আছে বিশ্ব উষ্ণায়নে। এমন কথাই বলছেন আবহবিদদের একটা বড় অংশ। তাঁরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের জেরে একদিকে যেমন মেরু প্রদেশগুলিতে হিমবাহ গলে বিভিন্ন মহাসাগরের জলের স্থর বাড়ছে, তেমনই বাড়ছে সমুদ্রের জলের তাপমাত্রাও। তার ফলে শুধু জলস্তরই বাড়ছে না তাপমাত্রার উর্দ্ধগতি কোনও সাগর বা মহাসাগরে নিম্নচাপ এলাকা তৈরি করছে। তাতেই ঘনঘন তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়। বিপদে পড়েছেন মানুষ। আবহবিদদেরা বলছেন, তাপমাত্রা স্থিতিশীল না হলে সমুদ্রের তাপমাত্রাও নামাওঠা করতে থাকবে। থাকবে দুর্যোগের ঘনঘটা। এমনটাই জানাচ্ছেন আবহবিদেরা।