ভিটামিন বি-সম্পর্কিত অ্যামিনো অ্যাসিড ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে

ভিটামিন বি-সম্পর্কিত অ্যামিনো অ্যাসিড ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৬ অক্টোবর, ২০২৩

আমেরিকান একাডেমি অফ নিউরোলজির মেডিক্যাল জার্নাল নিউরোলজিতে সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, ভিটামিন বি সম্পর্কিত অ্যামিনো অ্যাসিডের উচ্চ মাত্রা একটি নির্দিষ্ট ধরণের বায়ু দূষণকারী বা পার্টিকুলেট ম্যাটারের জন্য দায়ী ডিমেনশিয়ার সাথে সম্পর্কিত হতে পারে। যদিও গবেষণাটি বায়ু দূষণ বা অ্যামিনো অ্যাসিড এবং ডিমেনশিয়ার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক স্থাপন করে না, তবে এই তিনটির মধ্যে একটি সম্ভাব্য সংযোগের ইঙ্গিত দেয়। গবেষকরা ফাইন পার্টিকুলেট ম্যাটার বা সূক্ষ্ম কণা পদার্থ-PM ২.৫ যা বাতাসে ভাসমান ২.৫ মাইক্রনের কম ব্যাসের দূষক কণা দিয়ে গঠিত সেগুলো পর্যবেক্ষণ করে দেখেছেন । দুটি অ্যামিনো অ্যাসিড- মেথিওনিন এবং হোমোসিস্টাইন-এর প্রতি গবেষকরা নজর দিয়েছেন। মেথিওনিন একটি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যা মাংস, মাছ, দুগ্ধজাত খাবার, মটরশুটি এবং ডিমের মতো খাবারে পাওয়া যায় এবং এটি মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতার সাথে যুক্ত। অ্যামিনো অ্যাসিড, হোমোসিস্টাইন কোশে উত্পাদিত হয় এবং একটি প্রতিক্রিয়ার মাধ্যমে মেথিওনিনে রূপান্তরিত হতে পারে। এর জন্য ভিটামিন বি ১২ এবং ফোলেট উভয়েরই প্রয়োজন। ফোলেট লোহিত রক্তকণিকা গঠনে এবং সুস্থ কোশের বৃদ্ধি ও কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান।
সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষক জিউলিয়া গ্র্যান্ডে বলেছেন পূর্ববর্তী গবেষণায় বায়ু দূষণ এবং ডিমেনশিয়ার মধ্যে একটি যোগসূত্র পাওয়া গেছে, কিন্তু বায়ু দূষণ কোন প্রক্রিয়ায় মস্তিষ্ককে প্রভাবিত করে সে সম্পর্কে গবেষকদের ভালো ধারণা নেই। এই গবেষণায় দেখা গেছে যে দুটি ধরনের ভিটামিন বি- সম্পর্কিত অ্যামিনো অ্যাসিড বায়ু দূষণের কারণে ডিমেনশিয়ার প্রবণতা বাড়াতে বা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণার জন্য, স্টকহোমে বসবাসকারী ৭৩ বছর বয়সী ২৫০০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ককে ১২ বছর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৩৭৬ জনের ডিমেনশিয়া হয়েছে। সামগ্রিকভাবে, গবেষকরা দেখেছেন যে PM ২.৫-এর কারণে ডিমেনশিয়ার বর্ধিত ঝুঁকির প্রায় অর্ধেক বায়ু দূষণ এবং উচ্চ হোমোসিস্টাইনের মাত্রা বা নিম্ন মেথিওনিনের মাত্রার মধ্যে বিক্রিয়ার কারণে ঘটে। গ্র্যান্ডের মতানুসারে গবেষণার ফলাফল থেকে এটা স্পষ্ট যে হোমোসিস্টাইনের মাত্রা বৃদ্ধি এবং নিম্ন মেথিওনিন মাত্রা বায়ু দূষণের সাথে সম্পর্কিত ডিমেনশিয়া প্রবণতা নির্ধারণে একটি ভূমিকা পালন করে। তবে গবেষণা থেকে এও জানা গেছে যে ডিমেনশিয়ার উপর বায়ু দূষণের একটি উল্লেখযোগ্য প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান ফলত বায়ু দূষণ একাধিক উপায়ে ডিমেনশিয়ার বিকাশের উপর প্রভাব ফেলে। তবে বায়ু দূষণের কারণে মস্তিষ্কের ক্ষতির পিছনে সঠিক জৈবিক প্রক্রিয়া সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন।