বিশ্বের গড় তাপমাত্রা প্রথমবার ২ °সে নির্ধারিত মাত্রা অতিক্রম করেছে

বিশ্বের গড় তাপমাত্রা প্রথমবার ২ °সে নির্ধারিত মাত্রা অতিক্রম করেছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২৫ নভেম্বর, ২০২৩

গত সপ্তাহে ইউরোপের কোপার্নিকাস ক্লাইমেট মনিটরে শুক্রবার যে বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা এই প্রথম প্রাক-শিল্প স্তরের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, এবং সেখানে বলা হয়েছে তার পরের দিনও সম্ভবত এই উষ্ণতা অব্যাহত থাকছে। ইতিমধ্যেই ২০২৩ সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর বলে ধরে নেওয়া হচ্ছে তার সঙ্গে রয়েছে খরা, দাবানল এবং ভয়ঙ্কর ঝড় যা পৃথিবীর বিভিন্ন অংশকে ধ্বংস করছে৷ নতুন তথ্য অনুসারে, ১৭ই নভেম্বর বৈশ্বিক তাপমাত্রা ছিল প্রাক-শিল্প গড় থেকে ২.০৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। সামান্থা বার্গেসের মতে এই প্রথম বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। প্রাথমিক তথ্য থেকে জানা যায় যে শনিবার পর্যন্ত রেকর্ডটি অব্যাহত ছিল। ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুসারে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধিকে প্রাক-শিল্প স্তরের নির্ধারিত মানের ২ ডিগ্রি সেলসিয়াসের বেশ নীচে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখা নিরাপদ হবে। যদি ভিন্ন ভিন্ন দিনে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তার মানে এই নয় যে প্যারিস চুক্তির নির্ধারিত মান লঙ্ঘন করা হয়েছে – চুক্তিটিতে কয়েক দশক ধরে পরিমাপ করা গড় তাপমাত্রা বোঝানো হয়েছে। জলবায়ু বিশেষজ্ঞরা তাপপ্রবাহ, সুপার হারিকেন এবং অ্যান্টার্কটিকায় বরফ গলে যাওয়ার মতো প্রধান জলবায়ুর প্রভাব এড়াতে নিম্ন সীমার লক্ষ্য রাখার জন্য বিশ্বকে আহ্বান জানিয়েছেন। তারা উষ্ণতাকে ১৮৫০ থেকে ১৯০০ সালের অর্থাৎ “৩০ বছরের বৈশ্বিক গড় বৃদ্ধি” হিসাবে সংজ্ঞায়িত করেছে। বর্তমান জলবায়ু সেই রেফারেন্স সময়ের তুলনায় প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে বলে মনে করা হয়।
২ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রা অতিক্রম করার প্রথম দিনটি এই বছরের রেকর্ডের একটি সিরিজের অংশ এবং অক্টোবর মাস ছিল বিশ্বব্যাপী রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম মাস, যদিও গবেষকরা মনে করছেন যে এই বছর ২০১৬ সালের উষ্ণতম বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে। সরকারী রেকর্ডের বাইরে, বিজ্ঞানীরা বলছেন যে অন্যান্য সূত্র থেকে বোঝা যাচ্ছে এই বছর দেখা তাপমাত্রা মানব ইতিহাসের সম্ভাব্য ১০০,০০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে উষ্ণ। সোমবার ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের একটি রিপোর্টে বলা হয়েছে যে বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত ৮৬ দিন রেকর্ড করা হয়েছে যেখানে তাপমাত্রা প্রাক-শিল্প স্তরের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। যদিও এর অর্থ এই নয় যে প্যারিস চুক্তির সীমা লঙ্ঘন করা হয়েছে, তবে ইউএনইপি সতর্ক করেছে যে রেকর্ড করা তাপমাত্রা সংকেত দিচ্ছে যে আমরা কাছাকাছি যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 14 =