ভারতে আবহাওয়ার পূর্বাভাসে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

ভারতে আবহাওয়ার পূর্বাভাসে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ২ জানুয়ারী, ২০২৪

ভারত বর্তমানে আবহাওয়ার পূর্বাভাস উন্নত করার জন্য জলবায়ু মডেলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে প্রবল বৃষ্টি, বন্যা এবং খরা দেশ জুড়ে প্রবল মাত্রায় দেখা যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ভারতে চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট অনুমান করেছে যে এই বছর প্রায় ৩০০০ মানুষ এই চরম আবহাওয়ার কারণে মারা গেছে।
বিশ্বজুড়ে আবহাওয়া সংস্থাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তাতে মনোসংযোগ করছে, যা খরচ কমিয়ে আনতে পারে এবং গতি উন্নত করতে পারে। ব্রিটেনের আবহাওয়া অফিসের মতে আবহাওয়ার পূর্বাভাসের এই পদ্ধতি “বিপ্লব” আনতে পারে এবং সাম্প্রতিক গুগল-অর্থায়নকৃত মডেলটি প্রচলিত পদ্ধতিকে ছাড়িয়ে গেছে। ভারতের মতো দেশের ক্ষেত্রে সঠিক আবহাওয়ার পূর্বাভাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ১.৪ বিলিয়ন জনসংখ্যার এই দেশে, অনেকেই রয়েছে যারা দারিদ্র সীমার নীচে বসবাস করে, তাছাড়াও এই দেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল, গম এবং চিনি উৎপাদনকারী। ভারতের আবহাওয়া দপ্তর (IMD) সুপার কম্পিউটার ব্যবহার করে গাণিতিক মডেলের উপর ভিত্তি করে আবহাওয়ার পূর্বাভাস প্রদান করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি প্রসারিত পর্যবেক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে কম খরচে উচ্চ-মানের পূর্বাভাস তথ্য তৈরি করতে সহায়তা করা যেতে পারে। আইএমডি-র জলবায়ু গবেষণা ও পরিষেবার প্রধান কে.এস. হোসালিকার বলেন, আবহাওয়া অফিস তাপপ্রবাহ এবং ম্যালেরিয়ার মতো রোগ সম্পর্কে জনসাধারণের সতর্কতা তৈরি করতে এআই ব্যবহার করেছে। আবহাওয়া পর্যবেক্ষণ বাড়িয়ে গ্রাম স্তরে তথ্য সরবরাহ করার কথা পরিকল্পনা করছে এবং সম্ভাব্যভাবে পূর্বাভাসের জন্য উচ্চ-রেজোলিউশন ডেটাও সরবরাহ করবে। ভারত সরকারের মতে তারা ঐতিহ্যগত মডেলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্তর্ভুক্ত করে আবহাওয়া এবং জলবায়ু পূর্বাভাস দিতে চায় এবং কর্মশালা এবং সম্মেলনের মাধ্যমে ধারণাটি পরীক্ষা করার জন্য একটি কেন্দ্রও স্থাপন করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-দিল্লির সহকারী অধ্যাপক সৌরভ রাঠোর বলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ক্ষেত্রে সুপার কম্পিউটার চালানোর মতো খুব বেশি খরচের প্রয়োজন হয় না একটি ভালো মানের ডেস্কটপ থেকেও তা চালানো যেতে পারে।