জটিল শারীরিক ব্যবস্থা, জলবায়ু আর পৃথিবীর সম্পর্কে গবেষণার জন্য
২০২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন সাইকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান ও জর্জিও প্যারিসি। যৌথভাবে তাঁরা এই পুরস্কার পান। মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে। প্রিন্সটন ইউনিভার্সিটির সিনিয়র আবহাওয়াবিদ সাইকুরো মানাবে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বর্ধিত মাত্রা কীভাবে পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রা বাড়ায় সেই বিষয়ে গবেষণা করেন।
জার্মানির ক্লাউস হাসেলম্যান আবার একটি মডেল তৈরি করেছেন যা আবহাওয়া এবং জলবায়ুর সঙ্গে সংযুক্ত। আবহাওয়া পরিবর্তনশীল অথচ তারপরও জলবায়ুর মডেলগুলি কীভাবে কাজ করে সেই সম্পর্কে গবেষণা করেছেন তিনি।
আর এক পদার্থবিদ জর্জিও প্যারিসি, রোমের সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি নোবেল পেয়েছেন বিশৃঙ্খল জটিল উপকরণের মধ্যে লুকানো নিদর্শন আবিষ্কারের জন্য।