আজ মানুষ তার কৃত্রিম হাত দিয়ে তাপমাত্রা অনুভব করতে পারছে

আজ মানুষ তার কৃত্রিম হাত দিয়ে তাপমাত্রা অনুভব করতে পারছে

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

দুর্ঘটনা ছাড়াও বিভিন্ন অসুখে হাত বা পা বা শরীরের কোনো অংশ এমন ভাবে জখম হয় যে, তা অস্ত্রোপচারে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিছু ক্ষেত্রে হাঁটু থেকে বা পুরো পা, কখনও কবজি বা কনুই থেকে হাত বাদ দিতে হয়। কিন্তু প্রস্থেসিসের সাহায্যে আজ মানুষের জীবনযাপন অনেকটাই সহজ হয়ে উঠেছে। সম্প্রতি একটি নতুন ধরনের কৃত্রিম হাতের মাধ্যমে একজন ব্যক্তির তাপমাত্রা অনুধাবন করা সম্ভব হয়ে উঠেছে। এই প্রযুক্তিটি কৃত্রিম অঙ্গ ব্যবহারের ক্ষেত্রে এক নতুন পদক্ষেপ যা সম্পূর্ণভাবে ইন্দ্রিয় পুনরুদ্ধার করে, তাদের উপযোগিতা বৃদ্ধি করে এবং যারা এই কৃত্রিম হাত ব্যবহার করছে তাদের কাছে গ্রহণযোগ্যতাও উন্নত করে৷ ইতালি এবং সুইজারল্যান্ডের গবেষকদের একটি দল ৫৭ বছর বয়সী একজন ব্যক্তি, যার কব্জির উপরিভাগ কাটা গিয়েছিল, তার কৃত্রিম হাতের সাথে “মিনিটাচ” নামক এক যন্ত্র সংযুক্ত করেছে। পরীক্ষায়, ব্যক্তিটি নিখুঁত নির্ভুলতার সাথে বোতলের ঠান্ডা, শীতল এবং গরম তরল শনাক্ত করতে পারে; প্লাস্টিক, কাচ এবং তামার মধ্যে পার্থক্যটি আরও উল্লেখযোগ্যভাবে নির্ধারণ করতে পারে, এবং প্রায় ৭৫% নির্ভুলতার সাথে তাপমাত্রা অনুসারে ইস্পাতের ব্লক আলাদা করতে পারে। কৃত্রিম অঙ্গের ক্ষেত্রে স্পর্শের অনুভূতি পুনরুদ্ধারের বিষয়ে গবেষণা বিগত এক দশকে ব্যাপকভাবে এগিয়ে গেলেও তাপমাত্রা শনাক্ত করার ক্ষমতার ক্ষেত্রে সেভাবে কাজ হয়নি। গবেষকদের মতে কৃত্রিম অঙ্গকে জৈবিক হিসাবে অনুভব করাতে তাপমাত্রার অনুভূতির উপর কাজ করা গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিদের অঙ্গচ্ছেদ করা হয়েছে প্রায়শই তাদের অবশিষ্ট অঙ্গে দাগ থাকে যা উত্তপ্ত বা ঠান্ডা হলে তাদের অনুপস্থিত হাতে তাপমাত্রা সংবেদন সৃষ্টি করে। এটি মূলত অনুপস্থিত হাতের জন্য নির্ধারিত স্নায়ু উদ্দীপক দ্বারা সৃষ্ট। গবেষকরা দেখিয়েছেন যে প্রায় ৬৩% ক্ষেত্রে তারা সময়ের সাথে সাথে তাপমাত্রার প্রতি সংবেদনশীলতা তৈরি করতে পারে। বর্তমানে গবেষকরা ডিভাইসটিতে তর্জনীর শেষে শুধুমাত্র একটি সেন্সর নিযুক্ত করতে সক্ষম হয়েছে, কিন্তু তারা কৃত্রিম হাতের উপর আরও তাপমাত্রা-সংবেদনশীল অবস্থান তৈরি করার পরিকল্পনা করেছে। তারা এমন একটি প্রস্থেসিস তৈরি করার পরিকল্পনা করছে যা স্পর্শের সাথে সাথে তাপমাত্রা অনুধাবন করার ক্ষমতা সংযুক্ত করে। আসন্ন বছরগুলোতে তারা সেদিকেই নজর দিতে চাইছে।