তিন গ্রহের মিলন আকাশে

তিন গ্রহের মিলন আকাশে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ অক্টোবর, ২০২১

ফের বাধ সাধল মেঘ। না হলে শনিবারের আকাশে দেখা যেত তিন গ্রহের মহামিলন। তবে মন খারাপ করবেননা। ১৪ অক্টোবর সন্ধ্যার পরে আকাশে তাকালে ওদের তিনজনকে খালি চোখেই দেখা যাবে। যদি আকাশে মেঘ না থাকে। নাসা জানিয়েছে, আজ ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারত-সহ গোটা উত্তর গোলার্ধের আকাশে একসঙ্গে দেখা যাবে চাঁদ, শুক্র, বৃহস্পতি, শনিকে। তারা জানিয়েছে, পূর্ণিমার দিকে এগিয়ে যেতে যেতে আকাশে চাঁদ আর একা থাকবে না।
শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে মহালয়ার পরপরই। দেবীপক্ষে আকাশে চাঁদের উজ্জ্বলতাও বাড়তে শুরু করেছে একটু একটু করে। এই সময় আকাশে উজ্জ্বলতম ‘তারা’ শুক্রগ্রহকেও চাঁদের কাছেপিঠে দেখা যাবে। শনিবার সন্ধ্যা থেকে বুধবার রাত পর্যন্ত চাঁদের সঙ্গে পৃথিবীর যমজ গ্রহ শুক্রের খুব কাছাকাছি সহাবস্থান দেখা যাবে আকাশে চাঁদের একটু নীচে, ডান দিকে। দক্ষিণ-পশ্চিম আকাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =