বায়ু দূষণের সাথে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সম্পর্ক নিবিড়

বায়ু দূষণের সাথে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সম্পর্ক নিবিড়

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ মে, ২০২৪

অসংক্রামক ব্যধির উৎপাত সারা পৃথিবীতেই বাড়ছে। আমাদের দেশে তা বেড়েই চলেছে প্রায় ঘোড়ার গতিতে। গরীব-বড়লোক, গ্রাম-শহর সবজায়গাতেই এখন অসংক্রামক ব্যধিগুলির উৎপাত। বহু বছর ধরে চলে আসা এ সম্পর্কিত ভাবনা চিন্তার দেয়ালগুলো এখন চুরমার হয়ে যাচ্ছে। আগে ভাবা হত এই ব্যধিগুলি শুধু বড়লোকেদেরই হয়। হার্টের অসুখ এবং ফুসফুসের গোলোযোগ এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। জীবনপদ্ধতির ক্রমশ জটিলতা বাড়া, শারীরিক পরিশ্রমের অভাব এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে ভাবা হয়। কিন্তু এর বাইরেও পরিবেশের প্রভাব ব্যাপারটিকে আরও জটিল করে তুলছে বলে বেশ কিছুদিন ধরেই ভাবা হচ্ছিল।

অ্যামেরিকান কেমিক্যাল সোসাইটি প্রকাশিত “এনভিরনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজী” পত্রিকায় ২৫শে এপ্রিল প্রকাশিত এক গবেষণায় চীনের সাংহাই এর “ফুদান ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথ”-এর হুই-হুয়ান-লুও এবং সহকর্মীদের গবেষণাপত্রে পরিবেশে বায়ুদূষণের সাথে হঠাৎ হৃদরোগে মৃত্যুর সম্পর্কের নিবিড়তা নিয়ে আলোকপাত করা হয়েছে। গবেষকরা “ইউ কে বায়োব্যাঙ্ক কোহর্ট” নামে এক সুস্থিত জনসমষ্টির ডাটা নিয়ে বিশ্লেষণ করেছেন। সাড়ে চার লক্ষ মানুষ এই দীর্ঘকালীন পর্যবেক্ষনমূলক গবেষণায় অংশ নিচ্ছেন। তাদের প্রত্যেকে এতে অংশগ্রহণের এবং নির্দিষ্ট সময়মাফিক শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার সম্মতি দিয়েছেন আগে। প্রায় চোদ্দ বছর পর্যবেক্ষণ কালে এদের মধ্যে ২৮৮৪ জনের হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হবার ঘটনা ঘটেছে। গবেষকরা বিশ্লেষণ করে দেখেছেন যে এই হৃদরোগের সম্ভাবনার সাথে আবহাওয়ার মিহি বস্তুকণার ঘনত্বের সম্পর্ক ভীষণ কাছের। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে শ্বাসযোগ্য বস্তুকণা, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। এও দেখা গেছে যে বস্তুকণা জনিত বায়ুদূষণের সাথে হৃদরোগের সম্পর্কের সাথে ক্রনিক অবস্ট্রাক্টিভ লাং ডিসিসও বিশেষভাবে এসে পড়ে। এই গবেষণার তথ্য দীর্ঘকালীন বায়ুদূষণের সাথে হার্টের গুরুতর গোলোযোগের সম্পর্কের নিবিড়তা সোজাসুজি দেখিয়েছে।