বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ অক্টোবর, ২০২১
একটি ভারতীয় সংবাদ সংস্থার অনুষ্ঠানে জীবাণু বিশেষজ্ঞ ডব্লিউ এস লিপকিন শনিবার জানিয়ে দিলেন, করোনার তৃতীয় ঢেউয়ে ভারতের বিপদ তুলনায় বেশি। তাই লকডাউন পুরোপুরি তুলে নেওয়াটা সঠিক হবেনা। কেন? লিপকিন জানান, পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বিশ্বের সর্ববৃহৎ টিকাপ্রস্তুতকারী সংস্থা। ভারতের জন্য তা গর্বের। টিকাকরণে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে এই প্রতিষ্ঠান। কিন্তু ভারতের বিপুল জনসংখ্যার ভারে টিকাকরণের শতকরা হিসেব খুবই কম। এই বিশাল জনসংখ্যার দেশের জনসংখ্যার ২০ শতাংশেরও কম টিকাকরণ হয়েছে। তা ছাড়া, জনসংখ্যার ৩০% এখনও প্রাপ্তবয়স্ক নয়। ১৮ বছরের নীচে এই অংশের টিকাকরণে ছাড়পত্র দেয়নি ভারত সরকার। যার অর্থ, দেশে লকডাউন তুলে দেওয়ার জন্য যে ‘বর্ম’ প্রয়োজন, তা ভারতের কাছে নেই।