বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ অক্টোবর, ২০২১
বাড়িতে ঘুমিয়ে ছিলেন এক মহিলা। বাড়ির ছাদ ভেঙে একটি পাথরের টুকরো এসে পড়ল বিছানায়। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় মাথা। ওই পাথরটি আসলে উল্কা।
মহিলার বাড়ি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায়। উল্কা পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। দেখেন, ছাদ ফুটো হয়ে গিয়েছে। এর পরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশকে ফোন করেন তিনি। পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। তা পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই পাথর আসলে একটি উল্কার টুকরো। এবং তা কয়েক কোটি বছরের পুরনো।