ইদানীং বহু ক্ষেত্রে কম বয়সিদেরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে হৃদরোগ। যাদের বয়স চল্লিশের বা পঞ্চাশের ঘরে, তাদের তো বটেই, এমনকি তিরিশের ঘরেও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। রোজ খবরের শিরোনামে উঠে আসছে ‘সাডেন কার্ডিয়াক ডেথ’-এ আক্রান্ত হয়ে মৃত্যুর খবর। সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সাডেন কার্ডিয়াক ডেথ (এসসিডি)- এ আক্রান্ত হয়ে প্রাণ হারান। কিন্তু অদ্ভুতভাবে হৃদয়ের এই বিপদের লক্ষণ চিহ্নিত করা বেশ কঠিন। বিজ্ঞানীদের অনুমান হৃদযন্ত্রের বিকল হওয়ার সাথে হার্টের ছন্দ শনাক্ত করার পদ্ধতি এই সমস্যার সুরাহা করতে পারবে। ফিনল্যান্ডের ট্যাম্পেরে ইউনিভার্সিটির গবেষকদের তৈরি করা নতুন অ্যালগরিদমটি একটি নির্দিষ্ট মেট্রিক ব্যবহার করে যার নাম ডিট্রেন্ডেড ফ্লাকচুয়েশন অ্যানালিসিস (DFA2 a1)। এই পদ্ধতির মাধ্যমে সময়ের সাথে সাথে হার্ট রেটের পরিবর্তনশীলতা শনাক্ত করা যেতে পারে। মোট ২৭৯৪ জন প্রাপ্তবয়স্কদের গড়ে ৮.৩ বছরের ফলো-আপের বিশ্লেষণের উপর ভিত্তি করে, দলটি খুঁজে পেয়েছে যে DFA2 a1-এর মাধ্যমে হঠাৎ করে হার্টের বিকল হয়ে যাওয়া ধরা যেতে পারে।
হার্ট অ্যাটাকের সময়ে হৃদপিণ্ডে রক্ত প্রবাহ সীমিত হয়ে পড়ে। যদিও বয়স্ক ব্যক্তিদের মধ্যেই এটি ঘটে কিন্তু আচমকা হৃদপিণ্ডের এই ছন্দপতন কোনও পূর্ব লক্ষণ ছাড়াই প্রদর্শিত হয়। হাতে স্মার্টওয়াচের মতো সহজেই লাগিয়ে নিয়ে মেট্রিকটিতে সেন্সরের মাধ্যমে খুব কম সময়ে রিডিং নেওয়া যেতে। গবেষকদের মতে পরিধানযোগ্য এই যন্ত্রটি সহজেই শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের অবস্থার মধ্যে পার্থক্য করতে পারে এবং প্রয়োজন মতো হার্ট রেটের পরিবর্তনশীলতা পরিমাপ করতে পারে। নতুন এই অ্যালগরিদম বর্তমান পদ্ধতির তুলনায় অনেক বেশি নির্ভুল। বর্তমানে সাধারণত কার্ডিওরসপিরেটরি ফিটনেস পরিমাপ করা হয় অর্থাৎ, পেশিতে অক্সিজেন পাঠানোর ক্ষমতা এবং শারীরিক ক্রিয়াকলাপের সময় সেই পেশি কতটা অক্সিজেন ব্যবহার করতে পারে তা যাচাই করা হয়। কার্ডিওলজিস্টদের মতে পূর্বে উপসর্গহীন ব্যক্তিদের যাদের হৃদযন্ত্র আকস্মিকভাবে কাজ করা বন্ধ করে দেয় সেই সব ক্ষেত্রে সময়মতো ঝুঁকির কারণগুলো শনাক্ত করা যেত পারলে ঘটনাটি প্রতিরোধের চেষ্টা করা যেতে পারে।