মহাকাশে স্পেস স্টেশন তৈরি করছে চিন। এবছরের শেষে তৈরির কাজ শেষ হওয়ার কথা। তার তদারকিতে তিনজন মহাকাশচারীকে পাঠানো হচ্ছে। তিনজনের একজন মহিলা। চিনের প্রথম মহিলা মহাকাশচারী। আগামী শনিবার মহাকাশে, নির্মীয়মাণ স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবেন তিন মহাকাশচারী। তাদের রকেটের নাম শেনঝাউ-১৩। প্রথম চীনা মহিলা মহাকাশচারী হিসেবে ৪১ বছর বয়সী ওয়াং ইয়াপিং উঠবেন মহাকাশযানে। এবছরের এপ্রিলে চিন শুরু করেছিল মহাকাশে তাদের স্থায়ী স্পেস স্টেশন তৈরি করার কাজ। মিশনের নেতৃত্বে থাকবেন ৫৫ বছর বয়সী ঝাই ঝিগাং আর ওয়াং ছাড়া বাকি একজন মহাকাশচারীর নাম ইয়ে গুয়াংফু। এপ্রিলে কাজ শুরু করার পর চিনের প্রথম পাঠানো স্পেসক্রাফট ছিল তিয়ানহে। তখনও সেই মহকাশযানে তিনজন মহাকাশচারী গিয়েছেন স্পেস স্টেশন তৈরির কাজ দেখতে। তারা মহাকাশে ছিলেন জুন থেকে সেপ্টেম্বর, ৯০ দিন। এখনও পর্যন্ত চিনের পাঠানো তিনটে মহাকাশযানের মধ্যে তিয়ানহেই ছিল সবচেয়ে বড়, একটা ভলভো বাসের আকৃতির!