নতুন শিঙ্গলস ভ্যাকসিন ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে পারে

নতুন শিঙ্গলস ভ্যাকসিন ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে পারে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ আগষ্ট, ২০২৪
shingrix

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২ লাখেরও বেশি লোকের ওপর সমীক্ষা করে দেখেছেন নতুন রিকম্বিন্যান্ট শিঙ্গলস টিকা দেওয়ার ছয় বছরের মধ্যে টীকাপ্রাপকদের অন্তত ১৭% কম ডিমেনশিয়া দেখা গেছে। অর্থাৎ ডিমেনশিয়া ছাড়া মানুষ অতিরিক্ত ১৬৪ দিন বেঁচে থাকছেন। এই গবেষণাপত্র নেচার মেডিসিনে প্রকাশিত হয়েছে। পুরুষ স্ত্রী নির্বিশেষে উভয় লিঙ্গের ক্ষেত্রেই সুবিধা দেখা গেলেও মহিলাদের ক্ষেত্রে এর বেশি সুবিধা দেখা গেছে। ফলাফল থেকে বোঝা যাচ্ছে ডিমেনশিয়া থেকে সুরক্ষার ক্ষেত্রে রিকম্বিন্যান্ট শিঙ্গলস ভ্যাকসিন সুরক্ষা দিচ্ছে। শিঙ্গলসে ভীষণ ব্যথা ও গুরুতর অবস্থা হয় যা অনেক বয়স্ক লোককে আক্রান্ত করে। পূর্বে চিকেন পক্সে আক্রান্ত হয়েছিলেন এমন ব্যক্তিদের মধ্যে যদি হার্পিস জোস্টার ভাইরাস ছড়িয়ে পড়ে তবে এই রোগ হয়। আমেরিকা ইউরোপে জোস্টাভ্যাক্স টীকার বদলে এখন শিঙ্গরিক্স টীকা দেওয়া হচ্ছে, যা অনেক বেশি কার্যকরী। ইউরোপে সমস্ত বয়স্ক মানুষকে এই টীকা দেওয়া হচ্ছে।
২০১৭ সালে জোস্টাভ্যাক্সের পরিবর্তে শিঙ্গরিক্স টীকা দেওয়া শুরু হয়েছে। এর ছবছর পরে গবেষকরা এক লাখ মানুষের ওপর জোস্টাভ্যাক্স ও অন্য এক লাখ মানুষের ওপর শিঙ্গরিক্স টীকার কার্যকারিতা তুলনা করেছেন। জোস্টাভ্যাক্সের তুলনায় শিঙ্গরিক্সে ডিমেনশিয়ার ১৭% কম ঝুঁকি দেখা গেছে, আর অন্যান্য ভ্যাকসিনের তুলনায় ২৩-২৭% কম ঝুঁকি। বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে যে এই ফলাফল উল্লেখযোগ্য কিন্তু গবেষকরা বলছেন যে ডিমেনশিয়া শুরু হওয়া প্রতিরোধ বা বিলম্বিত করতে সাহায্য করার জন্য শিঙ্গলস ভ্যাকসিন ব্যবহার করা উচিত এমন পরামর্শ দেওয়ার আগে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। অক্সফোর্ডের সাইকিয়াট্রি বিভাগের এনআইএইচআর একাডেমিক ক্লিনিক্যাল লেকচারার ড. ম্যাক্সিম ট্যাকেট, যিনি এই গবেষণার প্রধান তিনি জানিয়েছেন, শিঙ্গলসের বিরুদ্ধে টিকা দিলে ডিমেনশিয়া প্রতিরোধ হতে পারে এই অনুমানের সমর্থন ক্লিনিকাল ট্রায়ালগুলোতে যাচাই করা দরকার। তাহলে এই ফলাফল বয়স্ক মানুষদের ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবায় ও জনস্বাস্থ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। শিঙ্গলস টীকা কেন ডিমেনশিয়া প্রতিরোধ করছে? অক্সফোর্ড ইউনিভার্সিটির নুফিল্ড মেডিসিন বিভাগের প্রিসিশন মেডিসিনের অধ্যাপক জন টড বলেছেন হয়তো হারপিস জোস্টার ভাইরাসের সংক্রমণ ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, তাই ভাইরাস প্রতিরোধ করে ভ্যাকসিন এই ঝুঁকি কমাচ্ছে। অথবা ভ্যাকসিনে উপস্থিত রাসায়নিক মস্তিষ্কের স্বাস্থ্যের উপর আলাদা উপকারী প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − seven =