ভান করতে পারা বা অভিনয় করা আমাদের জীবনের একটি মূল্যবান দক্ষতা – তা বাচ্চাদের সঙ্গে তাদের মতো করে খেলা করাই হোক বা সঙ্গীর পছন্দের টিভি শোতে আগ্রহ প্রকাশ করাই হোক – এক নতুন সমীক্ষা জানায় যে আমরা খুব অল্প বয়স থেকেই এই অভিনয়ের দক্ষতা অর্জন করে ফেলি। ইউরোপের একদল গবেষক, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার ৯০২ জন অভিভাবককে তাদের বাচ্চাদের সম্পর্কে প্রশ্ন করেছেন। এই বাচ্চাদের বয়স ১ দিন থেকে প্রায় ৪ বছর পর্যন্ত। গবেষণায় দেখা যায় কিছু শিশুরা চার মাস বয়সের মধ্যে এই ভান বা অভিনয়ের খেলায় অংশ নিতে শুরু করে। আর যখন তাদের বয়স মাত্র ১ বছর তখন তারা পুরোপুরি বিষয়টি রপ্ত করে ফেলতে পারে। শিশুর বয়স যখন ১ বছর ১ মাস তারা এই অভিনয় বা ভান ধরেও ফেলতে পারে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী এলেনা হোইকার মতে ভান করা একটি জটিল প্রক্রিয়া যা জীবনে খুব তাড়াতাড়ি বিকশিত হতে শুরু করে। আর এর ফলে শিশুদের বৌদ্ধিক এবং সামাজিক দক্ষতার বিকাশ ঘটে। শিশুদের শিখন, সৃজনশীলতা, বন্ধু পাতানো বা অন্যান্য মানুষদের বোঝা প্রতিটির মূলে রয়েছে এই অভিনয়ের দক্ষতা করা। এই অধ্যয়নটি এর বিভিন্ন স্তর এবং প্রকারগুলোর উপর আলোকপাত করা হয়েছে। শিশুদের বয়স বাড়ার সাথে সাথে অভিনয়ের এই দক্ষতা আরও পরিশীলিত হয়ে ওঠে। গবেষকদের ধারণা প্রথম অভিনয় শুরু হয় শরীরকে ব্যবহার করে যেমন ঘুমের ভান করে শুয়ে থাকা, অঙ্গভঙ্গি সহকারে কিছু করে দেখানো যেমন আঙুল দিয়ে দাঁত ব্রাশ করা। তারপরে কোনো জিনিসের পরিবর্তে অন্য জিনিস ব্যবহার করে অভিনয় করা যেমন গাজর বা কলাকে টেলিফোনের মতো ব্যবহার করা। শিশুর বয়স যখন দুয়ের কোটায় পৌঁছায় তখন তারা সাধারণত আরও বিমূর্ত চিন্তাভাবনা যুক্ত করে। এই বয়সে বাচ্চারা এমন কিছু করার ভান করতে পারে যার কোনো অভিজ্ঞতা তাদের নেই, যেমন রকেট অথবা উড়োজাহাজ ওড়ানো।
শিশুর বয়স যখন প্রায় তিন তখন তারা নিজেদের পুরো শরীর ব্যবহার করে অভিনয় করে। শিশুদের কার্টুনের প্রতি প্রবল ঝোঁক থাকে। তারা তাদের প্রিয় কার্টুন চরিত্রে অভিনয় করতে থাকে। নকল করে কোনো প্রাণী বা গাছপালার। ইতিমধ্যেই শিশুদের ভাষার দক্ষতারও বিকশ ঘটে। এর ফলে অভিনয় দক্ষতাও বৃদ্ধি পায়, তারা নতুন ধরনের গল্প তৈরি করতে থাকে। কগনিটিভ ডেভেলপমেন্টে প্রকাশিত এই অধ্যয়নের ফলাফল আমাদের শিশু বিকাশের প্রক্রিয়া আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এই বিষয়ে আরও গবেষণা শিশুর প্রাথমিক বছরগুলোতে বিকাশের পার্থক্যগুলো চিহ্নিত করার জন্য ডায়গনিস্টিক টুল হিসাবে ব্যবহার করা যেতে পারে।