চিন দেশ থেকে এক ধরনের জেলিফিশ উত্তর আমেরিকার জলে ক্রমশ সংখ্যা বিস্তার করছে। ইউনিভার্সিটি অফ বৃটিশ কলম্বিয়া-র গবেষকরা বলেছেন মিষ্টি জলের এই আগ্রাসী প্রজাতির জেলিফিশ নিজেদের ক্লোন তৈরি করে উত্তর আমেরিকার সবচেয়ে দূরবর্তী বৃটিশ কলম্বিয়ায় জলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরা প্রতিদ্বন্দ্বিতায় স্থানীয় প্রজাতিকে হারিয়ে তাদের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে। গবেষণা অনুসারে মিষ্টি জলের আগ্রাসী প্রজাতির জেলিফিশ, ভবিষ্যতের আরও দ্রুত বৃদ্ধি পেতে পারে। এই পীচ ব্লসম জেলিফিশ ক্লোন বৃটিশ কলম্বিয়ায় ৩৪টা স্থানে দেখা গেছে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী জলবায়ু পরিবর্তনের জন্য এই দশকের শেষ নাগাদ এদের আরও নানা অবস্থানে দেখা যাবে। গবেষকদের বক্তব্য এই জেলিফিশগুলো চিনের দেশীয় প্রজাতি, কিন্তু কানাডার বাস্তুতন্ত্রে এরা কী প্রভাব বিস্তার করবে তা এখনও জানা যায়নি। তবে আশঙ্কা এরা কানাডার জলজ দেশীয় প্রজাতিকে প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে তাদের ক্ষতি করবে। ভ্যাঙ্কুভার দ্বীপে সানশাইন তটে এই জেলিফিশ ১৯৯০ সাল থেকেই দেখা গেছে। ২৩ বছরে তাদের একটাকে বা বড়োজোর হাজার খানেক মোট ৮৫ স্থানে দেখা গেছে, কিন্তু এই বছর এদের ৩৪টা স্থানের ৮০টা জায়গায় দেখা যাচ্ছে। এই জেলিফিশগুলোর জেনেটিক গঠন এক অর্থাৎ এরা একই পলিপ বা ছোটো পলিপের গুচ্ছ থেকে উৎপন্ন হয়েছে।
গবেষকরা জানিয়েছেন জেলিফিশের পলিপ খুঁজে পাওয়া বেশ মুশকিল, এর আকার খুব ছোটো মাত্র কয়েক মিলিমিটার। তার ওপর এরা কম জলে পাথরের ফাঁকে, গাছের গুঁড়িতে থাকে। যখন ২১০ সেলসিয়াস তাপমাত্রা হয় তখন পলিপ থেকে মেডুসা দশায় জেলিফিশ ভাসতে থাকে আর এদের দেখা মেলে। তাই কোন লেকে কোথায় কোথায় এরা রয়ে গেছে তা বোঝা সম্ভব হয়না। জল থেকে খাওয়ার সময় পাখির পায়ে লেগে বা প্রমোদতরীতে পলিপ অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার ফলে এদের অন্যান্য স্থানের জলে পাওয়া যায়। হালকা শীত এবং উচ্চ গ্রীষ্মের তাপমাত্রার ওপর এদের বংশবিস্তার নির্ভর করে। তাই খুব ঠান্ডা স্থানে এদের দেখা মিলবেনা। জলবায়ু পরিবর্তনের ফলে বৃটিশ কলম্বিয়ার মিষ্টি জলের তাপমাত্রা বৃদ্ধি পেলে এদেরও সংখ্যা বাড়বে। গাণিতিক মডেল বলছে আলাস্কা অঞ্চলের জলও এদের সম্ভাব্য আক্রমণে পড়বে। তবে গবেষকদের কাছে একটা খুশির খবর হল এখনও পর্যন্ত শুধুমাত্র জেনেটিকালি অভিন্ন পুরুষ জেলিফিশ দেখা গেছে। অর্থাৎ জেলিফিশ তাদের যৌন প্রজনন সম্পূর্ণ করতে পারছে না আর তাতে তাদের নতুন পরিবেশে অভিযোজন সীমিত হবে, আর বিস্তার হ্রাস পাবে।