গায়ের রঙ ওষুধের উপর প্রভাব ফেলতে পারে

গায়ের রঙ ওষুধের উপর প্রভাব ফেলতে পারে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ অক্টোবর, ২০২৪

সম্প্রতি হিউম্যান জিনোমিক্স জার্নালে প্রকাশিত এক গবেষণা জানাচ্ছে ত্বকের রঙ বা স্কিন পিগমেন্টেশন কিছু ওষুধের ক্ষেত্রে একটা স্পঞ্জের মতো কাজ করে, সক্রিয় ওষুধগুলোর লক্ষ্যে পৌঁছনোর সম্ভাব্য গতিকে প্রভাবিত করে। গবেষকদের মতে ওষুধ এবং অন্যান্য যৌগের একটি বড়ো অনুপাত ত্বকের মেলানিন রঞ্জকের সাথে আবদ্ধ হতে পারে। এর ফলে ভিন্ন ভিন্ন গায়ের রঙের মানুষদের ক্ষেত্রে এগুলোর কার্যকারিতার মধ্যে পার্থক্য দেখা যায়। রিভারসাইডের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ জিনোম বায়োলজির জীববিজ্ঞানের সাইমন গ্রোয়েন বলেছেন যে কিছু ওষুধের যৌগের ক্ষেত্রে ত্বকের রঙের জন্য দায়ী মেলানিন, একটি অদ্ভুত আকর্ষণ দেখায়। তার মতে ওষুধের নিরাপত্তা এবং ডোজিংয়ের জন্য মেলানিনের প্রভাব উপেক্ষা করা হয়েছে। যেহেতু মানুষের ত্বকের রঙ আলাদা তাই স্ট্যান্ডার্ড ডোজের কার্যকারিতা সম্পর্কে উদ্বেগজনক প্রশ্ন উঠতে পারে। গবেষকদের মতে নিরাপত্তা এবং ডোজ অনুমানের একটি উপাদান হিসেবে স্কিন পিগমেন্টেশনকে বিবেচনা করা উচিত। আমরা বর্তমানে বায়োমেডিকেল সায়েন্সে যে সময়ে দাঁড়িয়ে সেখানে অন্তর্ভুক্তিকরণ কেবল একটি বিকল্প নয় বরং একটি প্রয়োজনীয়তা। তাদের ধারণা ত্বকের রঙ একটি উদাহরণ মাত্র। সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে জিনগত বৈচিত্র, জাতিগতভাবে সম্পূর্ণ ভিন্ন ওষুধের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা সমস্ত ওষুধের ২০% পর্যন্ত প্রভাবিত করে। তবুও, এই পার্থক্যগুলো সম্পর্কে আণবিক ধারণা খুব সীমিত, তাই এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 18 =