ডিওডোরেন্টের দূষণ শহরের বাতাসে ভাসমান ধোঁয়াশার থেকেও বেশি

ডিওডোরেন্টের দূষণ শহরের বাতাসে ভাসমান ধোঁয়াশার থেকেও বেশি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ অক্টোবর, ২০২৪

 

সুগন্ধি দ্রব্য, ঘাম রোধ করতে ডিওডোরেন্ট, ত্বকে জলীয় অংশ জোগাতে ক্রিম, এরকম আধুনিক প্রসাধনী পণ্য ব্যবহারের সময় এদের তাজা, মনোরম সুগন্ধ আমাদের নাক এমনকি মনকেও পূর্ণ করে। আর এগুলো বানাতে বিভিন্ন রাসায়নিক উপাদানের শত শত যৌগ ব্যবহার করা হয়। এর মধ্যে কোনো কোনো পদার্থ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে চিহ্নিত। কিন্তু যেগুলো তথাকথিতভাবে স্বাস্থ্যের পক্ষে বিশেষ ক্ষতিকর নয়, তা কিন্তু পরিবেশের জন্য সমস্যাদায়ক হতে পারে। এগুলো পরিবেশে উপস্থিত অন্যান্য যৌগের সঙ্গে মিশে নতুন দূষক তৈরি করতে পারে। আর এগুলোর বিষাক্ততা মানুষের কাছে এখনও অজানা। সুইজারল্যান্ডের ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লুসান (ইপিএফএল) এর গবেষকদের নেতৃত্বে এক গবেষণায় জনপ্রিয় ব্যক্তিগত যত্নের জন্য ব্যবহৃত প্রসাধনী পণ্যের নির্গমন আর তার থেকে ঘরের মধ্যেই কি প্রতিক্রিয়া হয় তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। গবেষণায় ২০০টার বেশি বিভিন্ন ধরণের উদ্বায়ী জৈব যৌগ (ভিওসি) চিহ্নিত করা হয়েছিল। যার মধ্যে বেশ কিছু রাসায়নিক দ্রুত প্রতিক্রিয়া ঘটিয়ে গৌণ জৈব অ্যারোসল তৈরি করে, যার পরিণতি বিশেষ নিরাপদ নয়। কিছু অণু ‘নিউক্লিয়েট’ অর্থাৎ তারা নতুন কণা তৈরি করে, যা বৃহত্তর আকারে অতি সূক্ষ্ম কণাতে জমাট বেঁধে আমাদের ফুসফুসে জমা হতে পারে বলে জানিয়েছেন ইপিএফএল ইঞ্জিনিয়ার ডুসান লিসিনা।
কিছু আধুনিক বাড়ি এবং অফিসে ওজোন (O3) এর এক বা দুটো উত্স থাকে, যেমন প্রিন্টার, ফটোকপিয়ার এমনকি এয়ার পিউরিফায়ার। ওজোন-উৎপাদনকারী সরঞ্জাম নেই এমন জায়গাগুলোতেও, অনেক দূষণকারী পদার্থ সূর্যালোকে ওজোন তৈরি করে। যা জানলা বা বায়ু চলাচল করে এমন অংশ দিয়ে বাড়ির ভেতরে চলে আসে। আমরা শ্বাস-প্রশ্বাসের জন্য যে অক্সিজেনের ওপর নির্ভরশীল তা অক্সিজেনের দুটো পরমাণু জুড়ে তৈরি হয়। আর ওজোন অক্সিজেনের তিনটা পরমাণু জুড়ে তৈরি। এটি বেশ অস্থির মৌল, যা মনোটারপিনের মতো উদ্বায়ী জৈব যৌগের সাথে সহজে প্রতিক্রিয়া করে। কি ধরনের প্রতিক্রিয়া হয় তা জানতে গবেষকরা ডিওডোরেন্ট- স্প্রে ও রোল-অন, পারফিউম, শ্যাম্পু হেয়ার স্প্রে, হ্যান্ড লোশান নিয়ে পরীক্ষা করেন। দুধরনের পরীক্ষায় দেখা হয়েছিল, কতটা নির্গমন হচ্ছে আর ওজোনের সংস্পর্শে কোন প্রসাধনী দ্রব্যের নির্গমন কী প্রতিক্রিয়া দেখাচ্ছে। রোল অন ডিওডোরেন্ট বাদে সমস্ত পণ্য থেকেই ধোঁয়াশার মতো ভাসমান কণা সৃষ্টি হয়েছে। আর বাইরের বাতাস থেকে ঘরের বাতাসে এই কণার পরিমাণ বেশি। গবেষকরা জানাচ্ছেন যখনই আমরা সুগন্ধি ব্যবহার করছি বা চুলে স্প্রে করছি নিজেদের অজান্তেই দূষণ ঘটাচ্ছি। এই গবেষণা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটারস – এ প্রকাশিত হয়েছে।