স্পাইডার ম্যানের মতো জাল বানালেন বিজ্ঞানীরা

স্পাইডার ম্যানের মতো জাল বানালেন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ অক্টোবর, ২০২৪

স্পাইডার-ম্যান তাড়াতাড়ি যাওয়ার জন্য কব্জি থেকে জাল ছুঁড়ছে, এ বাড়ির দেওয়াল, ও বাড়ির দেওয়াল বেয়ে জাল ছুঁড়ে উঠে যাচ্ছে। শেষে জাল ছুঁড়ে অপরাধীকে ধরে পুলিসের হাতে তুলে দিল। স্পাইডার-ম্যানের কমিক বই স্পাইডার-ম্যান সিনেমা দেখা প্রতি বাচ্চা এগুলো থেকে তাদের নিজেদের কব্জি থেকে জাল ছোঁড়ার দৃশ্য মনে মনে কল্পনা করেছে। টাফ্টস ইউনিভার্সিটির গবেষকরা এই কাল্পনিক দৃশ্যগুলোর মতোই জাল তৈরি করার প্রযুক্তি আবিষ্কার করেছেন। একটা ছুঁচের মতো বস্তু থেকে তরল পদার্থ গুলির মতো ছিটকে বেরোতে থাকবে আর অবিলম্বে একটা দড়ির মতো দৃঢ় হয়ে বস্তুগুলোকে উত্তোলন করতে পারবে। টাফ্টস ইউনিভার্সিটি সিল্কল্যাবে তৈরি করা এই আঠালো ফাইবারগুলো সিল্ক মথের কোকুন থেকে আসে, যা দ্রবণে সিদ্ধ হয়ে ফাইব্রয়েন নামক বিল্ডিং ব্লক প্রোটিনে ভেঙে যায়। সিল্ক ফাইব্রয়েন দ্রবণ সরু সূঁচের গর্তের মাধ্যমে বের হয়ে আঠার সাথে মিলে বাতাসের সংস্পর্শে এলে শক্ত ফাইবারে পরিণত হয়। এই ফাইবারের ব্যাস সূঁচের গর্তের ওপর নির্ভর করে মানুষের মাথার চুলের মতো বা আধ মিলিমিটারের মতো হয়। এই কৃত্রিম ফাইবার তাদের নিজস্ব ওজনের ৮০ গুণ বেশি বস্তু তুলতে পারে। গবেষকরা একটা কোকুন, ইস্পাত বল্টু, জলের উপর ভাসমান একটা পরীক্ষাগারের নল, আংশিকভাবে বালিতে চাপা একটি স্ক্যালপেল আর প্রায় ১২ সেন্টিমিটার দূরত্ব থেকে একটি কাঠের ব্লক তুলে এই ফাইবারের ক্ষমতা প্রদর্শন করেছিলেন। তবে মাকড়সার তৈরি প্রাকৃতিক ফাইবার এই কৃত্রিম ফাইবারের তুলনায় ১০০০ গুণ শক্তিশালী।
প্রকৃতিতে মাকড়সা, পিঁপড়া, বোলতা, মৌমাছি, প্রজাপতি, মথ, বিটল এমনকি মাছিরাও তাদের জীবনচক্রের কোনো এক সময়ে রেশম তৈরি করতে পারে। সিল্কল্যাবের শক্তিশালী আঠার তৈরি সিল্ক ফাইব্রয়েন জলের নিচে কাজ করতে পারে, মুদ্রণযোগ্য সেন্সর যা যেকোনো পৃষ্ঠে প্রয়োগ করা যেতে পারে, ভোজ্য আবরণ যা পণ্যের সময়সীমা বাড়িয়ে দিতে পারে, একটা আলো সংগ্রহকারী উপাদান যা সৌর কোশের দক্ষতা বাড়াতে পারে, টেকসই পদ্ধতিতে মাইক্রোচিপ উত্পাদন করতে পারে। তবে মাকড়সার জালের মতো এই জালের স্থিতিস্থাপকতা, দৃঢ়তা, আঠালো প্রকৃতি বৃদ্ধির জন্য কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =