ফ্লোরিডার পাখি বিপন্ন হওয়ার পথে

ফ্লোরিডার পাখি বিপন্ন হওয়ার পথে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ নভেম্বর, ২০২৪

 

শীতকালের উষ্ণতা বেশি হওয়ার জন্য ফ্লোরিডার স্ক্রাব-জেস পাখিরা এখন আগের তুলনায় এক সপ্তাহ আগে বাসা বাঁধছে। কিন্তু এই সময়ে পাখিরা বিশেষ পোকা মাকড় পায় না। অর্নিথোলজিক্যাল অ্যাডভান্সেস-এ প্রকাশিত ১৯৮১ সাল থেকে দীর্ঘমেয়াদী গবেষণার তথ্যের দেখা গেছে জলবায়ু পরিবর্তনের কারণে শীতকাল উষ্ণ হওয়ায় ফ্লোরিডা স্ক্রাব-জে পাখিরা ঝুঁকির মুখে পড়েছে। তাদের বার্ষিক জন্ম নেওয়া সন্তানের সংখ্যা ২৫% হ্রাস পেয়েছে। বিজ্ঞানীদের ধারণা অতীতের তুলনায় বসন্তকাল দীর্ঘ হওয়াতে উষ্ণ তাপমাত্রায় সাপেরা সক্রিয় হয়ে ওঠে, আর এই পাখির বাসাগুলোয় তারা শিকার খোঁজে। আর্চবোল্ড বায়োলজিক্যাল স্টেশন এবং কর্নেল ল্যাব অফ অর্নিথোলজির গবেষকরা প্রজননের ক্ষেত্রে উষ্ণায়নের প্রভাব মূল্যায়ন করতে ৩৭ বছরের তথ্য পরীক্ষা করেছেন। ১৯৮১ থেকে ২০১৮ সাল অবধি, শীতের গড় তাপমাত্রা ২.৫ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। এই ক্ষতির সাথে যুক্ত হয় অতিরিক্ত চাপ। প্রতি ঋতুতে ডিম পেড়ে বাচ্চা তৈরি করার চেষ্টায়, ফ্লোরিডা স্ক্রাব-জেস বাসা তৈরি করতে থাকে, শিকারীরা ডিম খেয়ে নিলে, পাখিরা আরও ডিম পাড়তে থাকে, যতক্ষণ না পাখিরা হাল ছেড়ে দেয়।
গবেষকরা বলছেন, দীর্ঘ প্রজনন মৌসুমে বাসা তৈরি আর ডিম পাড়ার সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও, ফ্লোরিডা স্ক্রাব-জেস পাখি সন্তান বেশি উৎপাদন করতে পারছে না। পাখি জগতে, প্রজননের প্রচেষ্টার সংখ্যা আর আয়ুর মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। পাখি প্রতি বছর যত বেশি প্রজননের প্রচেষ্টা করবে, পাঁচ বা দশ বছর পরে পাখির বেঁচে থাকার সম্ভাবনা তত কমবে। গবেষকরা জানিয়েছেন, বারবার প্রজননের চেষ্টার জন্য দীর্ঘমেয়াদীভাবে জেস পাখিদের যেমন প্রজননের সাফল্য কমছে তেমন তাদের আয়ুও হ্রাস পাচ্ছে, যা বেশ উদ্বেগজনক। জলবায়ু পরিবর্তন এই বিপন্ন প্রজাতির জন্য সংরক্ষণ প্রচেষ্টার সাফল্য হ্রাস করতে পারে। গবেষকরা এও বলছেন, স্থায়ীভাবে সুরক্ষিত এলাকাতেও এই পাখিরা প্রতিনিয়ত প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তাদের মতে জলবায়ু পরিবর্তন রোধ করা না গেলে, জেসের সংখ্যা আগামী ১০ থেকে ২০ বছরে আর স্থিতিশীল থাকবে না।