অষ্ট্রিয়ায় আল্পসের পূর্ব দিকে রয়েছে জামতাফার্নার গ্লেসিয়ার। রয়েছে মানে এখনও রয়েছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সেই গ্লেসিয়ার দ্রুত গলে যাচ্ছে। আর পাঁচটা গ্লেসিয়ারের মতই। এটাই এখন স্বাভাবিক অবস্থা। প্রত্যাশার চেয়ে দ্রুতই গলছে অষ্ট্রিয়ার এই গ্লেসিয়ারের বরফ। বিজ্ঞানীরা বলছেন, আর কিছু করার নেই! উষ্ণায়ন না কমাতে পারলে গ্লেসিয়ার বাঁচানো যাবে না। তবু আন্দ্রেয়া ফিশারের মত বিজ্ঞানী চলে গিয়েছেন অষ্ট্রিয়ার জামতাফার্নার গ্লেসিয়ারে! তার সঙ্গে রয়েছেন একাধিক ফটোগ্রাফার। কেন গিয়েছেন ফিশার? জামতাফার্নার গ্লেসিয়ার সৃষ্টি করেছে বিশাল বিশাল বরফের গুহা! গ্লেসিয়ারের নীচে রয়েছে সেই গুহাগুলো। মুগ্ধ ফিশারের বক্তব্য, “অবিশ্বাস্য লাগছে। যুগ যুগ ধরে তৈরি হয়েছিল ওই গুহাগুলো। কী ছিল তার ভেতর? কেউ কি আদৌ থাকত তার ভেতর? পূর্ব আল্পসের ৩০টি বৃহত্তম গ্লেসিয়ারগুলোর মধ্যে জামতাফার্নার একটা। তার নীচে থাকা বরফের গুহাগুলোর ভেতর ঢোকা যাচ্ছে না। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন গুহাগুলোর গায়ে সৃষ্টি হয়েছে বড় গর্তের। ফিশার জানিয়েছেন গর্তগুলোই জানাচ্ছে বরফের গুহা এবং গ্লেসিয়ারের ক্ষয়ের কথা। তার ভেতর দিয়ে আসা গরম হাওয়ার স্পর্শও পেয়েছেন ফিশার। বিজ্ঞানীদের মতে বরফের গুহাগুলোকে বাইরে থেকে দেখে মনে হচ্ছে একটা অন্য জগৎ ছিল। আজ সেই জগতের ভাঙন ধরেছে!