না নেভা আলো

না নেভা আলো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ডিসেম্বর, ২০২৪

এমন একটা বাল্বের খবর জানেন যা কখনো নেভে না…না মানে যা প্রায় কখনোই নেভেনি। উনিশ শতকের শেষদিকে বাণিজ্যিক আলোর বাল্ব আবিষ্কারের পর থেকে, এমন একটা বাল্বের নাম উঠে এসেছে যা অন্য সবগুলোকে ছাপিয়ে গেছে। ২০২৫ সালে, তার কর্মজীবনের ১২৪তম বছর হতে চলেছে। তবে ঠিক কখন ৬০-ওয়াটের এই বাল্ব তৈরি করা হয়েছিল এবং নির্দিষ্ট কোন বছর এটি প্রথম জ্বলে উঠেছিল তা খানিকটা অস্পষ্ট, তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অ

নুসারে, তথাকথিত শতবর্ষী আলোর বাল্ব, ইংরেজিতে যাকে বলে সেন্টেনিয়াল লাইট পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময়ের জ্বলন্ত আলোর বাল্ব হিসেবে পরিচিত। এটি বর্তমানে ক্যালিফোর্নিয়ার ফায়ার স্টেশনে লাগানো রয়েছে এবং খুব কমই তা নেভানো হয়েছে। অনুজ্জ্বল কমলা আলোর এই বাল্ব বর্তমানে অনেকটা নাইটলাইটের মতো কাজ করছে। এই বাল্ব বিশ্বের প্রথম বাণিজ্যিক আলোর বাল্বের শক্তি এবং দীর্ঘায়ু প্রমাণ করে। শেলবি নামের এক ইলেক্ট্রিক কোম্পানি এটি তৈরি করে। এর কার্বন ফিলামেন্ট টাংস্টেনের মতো সহজে নষ্ট হয়ে যায় না। তবে বিশ শতকে টাংস্টেন আলোর বাল্ব বেশি জনপ্রিয় হয়ে ওঠে, যদিও এই বাল্বগুলো স্বল্পমেয়াদী। স্থানীয় বিবরণ অনুসারে, বাল্বটি ১৯০১ সালে প্রথম ক্যালিফোর্নিয়ার লিভারমোরে একটি ফায়ারহাউসে দান করা হয়েছিল। কয়েক দশক ধরে বার কয়েক এর অবস্থান পরিবর্তন হলেও বাল্বটি এখনও স্থানীয় ফায়ার বিভাগের কাছেই রয়েছে। ১৯৭২ সালের সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাল্বটি ১৯০২ সালে জ্বালানো হয়েছিল, তবে সরকারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বলা হয়েছে যে এটি ১৯০১ সাল থেকে জ্বলছে। এটি শুধুমাত্র প্রয়োজন হলে বা দুর্ঘটনাক্রমে নেভানো হয়েছে। লিভারমোর-প্লিসানটোন ফায়ার ডিপার্টমেন্ট, লিভারমোর হেরিটেজ গিল্ড, লরেন্স লিভারমোর ন্যাশানাল ল্যাবরেটরিজ, সান্ডিয়া ন্যাশানাল ল্যাবরেটরিজ এর সমন্বয়ে গঠিত সেন্টেনিয়াল লাইট বাল্ব কমিটি বাতিটির পরিচর্যা করে। যত দীর্ঘই হোক না কেন, লিভারমোর-প্লিসানটোন ফায়ার ডিপার্টমেন্ট এটিকে তার জীবনের শেষ সময় পর্যন্ত জায়গা দেওয়ার ও রক্ষণাবেক্ষণ করার পরিকল্পনা করেছে। যদিও বাতিটি নষ্ট হয়ে যাওয়ার পর এটিকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই তবে তাদের জাদুঘরের জন্য এটিকে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =