বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ অক্টোবর, ২০২১
সম্প্রতি টুইটারে ‘রব অ্যন রোল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে অদ্ভুত একটি ছবি। প্রাথমিক ভাবে দেখে মনে হবে তিন মাথা ওয়ালা সাপ। নেটিজনদের ভাষায় অ্যাঙরি স্নেক। স্বাভাবিক ভাবেই শোরগোল পড়েছে টুইটার জুড়ে। মজার ব্যাপার ছবিটি কিন্তু সাপের নয়। তিন মাথা ওয়ালা তো দূর। প্রাণীটি আসলে প্রজাপতি। প্রজাপতিটির পাখায় রয়েছে সাপের মুখ। একদিক থেকে দেখলে মনে হবে তিনটি সাপ যেন ঘাড় উঁচু করে সামনে তাকিয়ে আছে। এই বিশেষ প্রজাপতিটির নাম ‘অ্যাটাকাস অ্যাটলাস’। বিশ্বের বৃহত্তম প্রজাপতি এটি। এরা মাত্র দু সপ্তাহ বাঁচে। মূলত ডিম পাড়া ডিমগুলি শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষার জন্যেই এমন ছদ্মবেশ ধরে প্রজাপতিটি। শিকারের হাত থেকে বাঁচতে কতরকম ভাবে প্রাণীরা কতরকম ভাবে যে নিজেদের অভিযোজিত করে তার একটি উদাহরণ প্রজাপতিটি।