পায়ের পাতা সমান না অসমান?

পায়ের পাতা সমান না অসমান?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ জানুয়ারী, ২০২৫

আমাদের শরীরের ডানদিক এবং বাঁদিক প্রায়শই একে অপরের প্রতিচ্ছবি হিসাবে মনে করা হয়। তবে নিউইয়র্কের ফুট ও অ্যাঙ্কেল পডিয়াট্রিস্ট( পায়ের পাতা ও গোড়ালির চিকিৎসক) ডঃ করিন রেন বলেছেন কারোর পায়ের পাতাই ঠিক একইরকম নয়। অনেকসময়ই আমাদের শরীর একেবারে প্রতিসম হয় না। ১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০০০ মহিলা এবং ২৮০০ পুরুষের উপর একটি সমীক্ষায় দেখা গেছে যে তাদের কারোরই পায়ের পাতা দুটো আকার বা আকৃতিতে ঠিক একই রকম নয়। পরবর্তী ক্ষেত্রে গ্রেট ব্রিটেনে ২৮৯০ জন ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ১৯% ব্যক্তিদের একটি পায়ের পাতার দৈর্ঘ্য অন্যটির তুলনায় এক ইঞ্চির প্রায় এক-ষষ্ঠাংশ, বা প্রায় ৪ মিলিমিটার কমবেশি হতে পারে।
এখন প্রশ্ন হল- বাঁদিক না ডানদিক কোনদিকের পাতাটি আকারে বড়ো? ওহাইওর লিবার্টি টাউনশিপে ফুট কেয়ার সেন্টার বলেছে যে মার্কিন জনসংখ্যার প্রায় ৮০%-এর ডান পায়ের পাতার চেয়ে বাঁ পা বড়ো। লন্ডনের সিটি চিরোপোডি এবং পডিয়াট্রি একমত হয়ে দাবি করেন যে পার্থক্যের মূল কারণ হল বিশ্বের বেশিরভাগ মানুষ ডান-হাতি, ফলে শরীরের ভারসাম্য বজায় রাখতে বাঁ পায়ের পাতার উপর বেশি জোর দেওয়া হয় তাই সেটি কিছুটা বড়ো হয়ে যায়। ১৯৮৩ সালের সমীক্ষায় যদিও উল্লেখ করা হয়েছে যে, সাধারণত ধরে নেওয়া হয় যে বাঁ পায়ের পাতা ডান পায়ের পাতার চেয়ে বড়ো হয়ে থাকে তবে, গবেষকরা দেখেছেন দুটি পায়ের বড়ো ছোটো হওয়ার সমান সম্ভাবনা রয়েছে। গবেষকদের মতে মানবদেহে একটি নির্দিষ্ট পরিমাণ অসাম্যতা স্বাভাবিক পরিবর্তনের কারণে হয়। আমাদের হাত বা চোখের ক্ষেত্রেও কথাটা সমান সত্য। এছাড়া অন্যান্য কারণেও পায়ের পাতার আকারে পার্থক্য দেখা দিতে পারে। যেমন মহিলাদের গর্ভাবস্থার সময় বা পরে পায়ের পাতার আকারে কিছুটা পার্থক্য দেখা যায়। তারা লিগামেন্টে শিথিলতা অনুভব করতে পারে, যখন তাদের জয়েন্ট বা অস্থিসন্ধি স্বাভাবিকের চেয়ে বেশি নড়াচড়া করে এবং তাদের পায়ের পাতার আকারে পার্থক্য দেখা যায়। অনেকসময় জন্মগত অবস্থার কারণে একটি পায়ের পাতা অন্যটির তুলনায় উল্লেখযোগ্যভাবে ভিন্ন আকারের হতে পারে। ব্র্যাকাইমেটাটারসিয়া এবং ব্র্যাকাইমেটাপডি দুই অবস্থায় এক বা একাধিক পায়ের আঙুল খাটো হয়। অনেকসময় আঘাতজনিত কারণে পায়ের আকারে পরিবর্তন দেখা যেতে পারে, বিশেষ করে শৈশবে যখন আমাদের হাড়ের বিকাশ ঘটে। যদি পা বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য যথেষ্ট গুরুতর হয়, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে কারণ দৈনন্দিন জীবনযাত্রায় কাজ করার ক্ষেত্রে এটি বাধার সৃষ্টি করতে পারে। নাহলে এই পার্থক্য নিয়ে দিব্যি মানুষ জীবন অতিবাহিত করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =