ভারতে প্রথম ‘টেস্ট টিউব’ বাছুরের জন্ম হল

ভারতে প্রথম ‘টেস্ট টিউব’ বাছুরের জন্ম হল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ অক্টোবর, ২০২১

গুজরাতের কচ্ছে গত ২২ অক্টোবর জন্ম নিল বান্নি প্রজাতির একটি ‘টেস্ট টিউব’ বাছুর। ভারতে প্রথমবার। ‘ইন-ভিত্রো ফার্টিলাইজেশন’ (আইভিএফ) প্রক্রিয়ার মাধ্যমে এই বাছুরের জন্ম হল কচ্ছের এক চাষির ঘরে। কেন্দ্রীয় মৎসমন্ত্রক এবং কেন্দ্রীয় পশুপালন এবং দুগ্ধপালন দফতরের তরফে জানানো হয়েছে টেস্ট টিউব বাছুরটি পুরুষ। মূলত দুধ উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্যই বান্নি প্রজাতিকে বেছে নেওয়া হয়েছে। বান্নি প্রজাতির মহিলা মহিষরা প্রচুর পরিমাণে দুধ দিয়ে থাকে। এই কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায় মহিলা মহিষটি অন্তঃস্বত্বা হয়েছে। এই পর্বে মোট ৬টি ‘আইভিএফ’ বাছুর জন্মানোর কথা। ধানেজ গ্রামের বিনয় এল ভালা নামের এই চাষির ঘরে বাছুরটি জন্ম নিয়েছে। ভালা বলেছেন, “বান্নি দাতাদের ভ্রুণ ১৮টি মহিলা মহিষের শরীরে প্রবেশ করানো হয়েছিল। তার মধ্যে শুক্রবার একটি বাছুর জন্ম নিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকটি বাছুরের জন্ম হবে।” যে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কাজ হয়েছে, তার এক শীর্ষকর্তা জানিয়েছেন, এই প্রক্রিয়ায় একটা গরু অন্তত ৫০টি বাছুরের জন্ম দিতে পারে এবং এই প্রক্রিয়ায় জিনগতভাবে উচ্চতর মহিষ অনে বেশি পরিমাণে ভবিষ্যতে জন্মাতে পারে। তাতে দুধ উৎপাদনের পরিমাণও অনেক বেড়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =