আইবেরিয়ান লিনক্স সংরক্ষণ

আইবেরিয়ান লিনক্স সংরক্ষণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ ফেব্রুয়ারী, ২০২৫

নাভারো নামের এক পুরুষ আইবেরিয়ান লিনক্স।  তার শরীরে চিতার মতো দাগ। সে প্রজনন ঋতুতে ডাক দেয়, যা একটি ক্যামেরা ফাঁদে ধরা পড়েছে। আইবেরিয়ান লিনক্স (Iberian Lynx) একটি বিরল এবং সুন্দর বিড়াল জাতির প্রাণী। তার দৈর্ঘ্য প্রায় ১০০ সেমি (৩৯ ইঞ্চি) এবং উচ্চতা ৪৫ সেমি। একসময় প্রায় বিলুপ্তির পথে ছিল, এখন তাদের সংখ্যা ২০০০ এর বেশি। স্পেন এবং পর্তুগালের বন্য পরিবেশে এরা বেড়েছে।  তাদের দেখা পাওয়া ২০ বছর আগের তুলনায় অনেক  সাধারণ  ঘটনা হয়ে উঠেছে।

রদ্রিগো সেরা, যিনি লিনক্সের প্রজননের তত্ত্বাবধান করেন, তিনি বলেছেন যে পরিস্থিতি একসময় ভয়াবহ ছিল,  “আইবেরিয়ান লিনক্স ছিল বিলুপ্তির খুব কাছাকাছি।” তাদের নিম্নতম পর্যায়ে, ১০০ এর চেয়েও কম লিনক্স ছিল, এবং মাত্র ২৫ টি প্রজননক্ষম বয়স্ক স্ত্রী লিনক্স ছিল। হাজার হাজার বছর আগে সেই ভয়াবহ হুমকি শেষবারের মতো দেখা গিয়েছিল বাঁকা তরোযালের মতো দাঁত ওয়ালা বাঘের  (sabre-tooth tiger) সঙ্গে। লিনক্সদের পতনের কারণ ছিল কয়েকটি ঘটনা : কৃষিজমির বিস্তৃতির কারণে তাদের আবাসস্থল দখল, সড়ক দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি এবং একটি গুরুতর খাদ্য সংকট। লিনক্স প্রধানত বন্য খরগোশ শিকার করে, কিন্তু দুটি মহামারী খরগোশের জনসংখ্যায় ৯৫% হ্রাস ঘটিয়েছিল। ২০০৫ সালের মধ্যে পর্তুগালে আর কোনো লিনক্স বেঁচে ছিল না।  তবে, ওই একই বছরে একটি আশাজনক ঘটনা ঘটে যখন স্পেনে একটি লিনক্সের বাচ্চার জন্ম হয়। তিন বছর পরে, পর্তুগাল একটি জাতীয় সংরক্ষণ পরিকল্পনা শুরু করে, যার মধ্যে আলগার্ভে একটি জাতীয় প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এই কেন্দ্রটি লিনক্সদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে, যাতে বন্য জীবনের জন্য তাদের প্রস্তুত করা যায় এবং প্রজননে সহায়তা করা যায়। রদ্রিগো সেরা লিনক্সদের কাছাকাছি থাকলে খুব সাবধানে কাজ করেন, কারণ ২০০ মিটার দূর থেকেও  ১৬টি খাঁচায় থাকা লিনক্সরা ভয় বা মানসিক চাপ অনুভব করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =