
কল্পনা করুন এমন বাতাস যার পাশে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোও মৃদু বাতাস মনে হবে। জ্যোতির্বিজ্ঞানীরা দূরবর্তী একটি দৈত্য গ্রহ ওএএসপি-১২৭বি (WASP-127b) -এ এমন বাতাস আবিষ্কার করেছেন যার গতি অবিশ্বাস্য, প্রতি ঘণ্টায় ৩৩,০০০ কিলোমিটার! যা পৃথিবীতে রেকর্ড করা যেকোনো বাতাসের চেয়ে ২৭ গুণ বেশি দ্রুত।
WASP-127b, আমাদের সৌরজগতের নিজস্ব গ্রহ বৃহস্পতির থেকে কিছুটা বড়। এই গ্রহটি শত শত আলোকবর্ষ দূরের এক নক্ষত্রপুঞ্জে অবস্থিত। এই উত্তেজনাপূর্ণ আবিষ্কার বিজ্ঞানীদের আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলিতে আবহাওয়ার ধরণ সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি দিচ্ছে। এই শক্তিশালী বাতাসগুলিকে অনুধাবন করার মাধ্যমে, গবেষকরা দূরবর্তী গ্রহগুলির বায়ুমণ্ডল কীভাবে কাজ করে তা সম্পর্কে আরও জানতে পারেন।
গবেষণা দলের প্রধান জ্যোতির্বিজ্ঞানী ডাঃ লুসি উড বলেছেন, এই আবিষ্কারটি আমাদের গ্রহের বায়ুমণ্ডলকে বোঝার ক্ষেত্রেও সাহায্য করতে করে। তিনি বলেন, “এটি দূরবর্তী গ্রহসমূহের বিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আমাদের মডেলগুলিকে পরিমার্জন করছি এবং এই দূরবর্তী গ্রহগুলির আবহাওয়া সম্পর্কে ধারণা উন্নত করছি।”
তাই, পরের বার যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন যে, কোথাও হয়তো আবহাওয়াটি এতই উদ্দাম যে তা আমাদের কল্পনাকেও ছাপিয়ে যায়।