
ক্যানিবালিজম মানে হল, নিজের প্রজাতির মাংস বা শরীরের অঙ্গ খাওয়া। এই আচরণ কিছু প্রাণী প্রজাতিতে পাওয়া যায়। মানব সভ্যতার ইতিহাসে বিভিন্ন কৃষ্টিতে বিভিন্ন কারণে ক্যানিবালিজমের ঘটনা ঘটেছে, যেমন বিশেষ আচার বা বিধি, চরম পরিস্থিতিতে বেঁচে থাকা এবং এমনকি মানসিক রোগের কারণে। তবে, এটি এখন অধিকাংশ সমাজে নিষিদ্ধ এবং অবৈধ বলে বিবেচিত হয়।
মাশিচকা (Maszycka) গুহা পোল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ স্থান যা আপার প্যালিওলিথিক যুগের শেষভাগের সময়কাল সম্পর্কিত অধ্যয়নের জন্য প্রাসঙ্গিক। ১০০ বছর আগে, গবেষকরা সেখানে হিমযুগের প্রাণীদের দেহাবশেষের পাশাপাশি মানব দেহের হাড়, এবং পাথর ও হাড় দিয়ে তৈরি সরঞ্জাম খুঁজে পান। এই খোঁজগুলি তুষার যুগের শেষভাগের ফ্রান্সের ‘মাগডালেনিয়ান’ নামক একটি সমাজের সাথে সম্পর্কিত ছিল, যা ২০,০০০ থেকে ১৪,৫০০ বছর পূর্বে বিদ্যমান ছিল। ১৯৬০-এর দশকে আরও মানব হাড় খুঁজে পাওয়া গিয়েছিল। ১৮,০০০ বছর পূর্বে বসবাস করা ‘মাগডালেনিয়ান’ সমাজের মানুষের দেহের সর্বমোট ৬৩টি হাড় পাওয়া গেছে, এবং এগুলি মোট ১০ জন মানুষের দেহের অংশ।
আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, ৩৬টি হাড়ের টুকরোতে মৃত্যুর পরেও কেটে ফেলার চিহ্ন ছিল। মাথার খুলির টুকরোতে থাকা চিহ্নগুলি নির্দেশ করে যে মাথার তালু এবং পেশির সংযোগ কাটা হয়েছিল। দীর্ঘ হাড়গুলির ভাঙা টুকরোগুলি দেখে বোঝা গেছে যে, মজ্জা বের করার জন্য এগুলি ভেঙে ফেলা হয়েছিল। এগুলি নির্দেশ করে যে মৃতদেহ থেকে পুষ্টিকর অংশগুলি পাওয়ার জন্য একাজ করা হয়েছিলো।
কেন এই স্থানে মানব ভক্ষণের ঘটনা ঘটেছিল? মাগডালেনিয়ানরা তাদের চমকপ্রদ শিল্পকলার জন্য পরিচিত, যেমন লাসকক্সের বিখ্যাত গুহাচিত্র। এই শিল্পকর্মগুলি সেই সময়ের জীবনযাত্রার অবস্থার ভালো বর্ণনা দেয়, যা নির্দেশ করে যে এই মানব ভক্ষণ খাদ্যের অভাবে ঘটেনি। গ্যোটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস টেরবার্গারের মতে, অন্তিম তুষার যুগের পরে জনসংখ্যা বৃদ্ধির ফলে সম্পদ ও অঞ্চলের অধিকারের জন্য জনগোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ হয়ে থাকতে পারে। এবং সে সংঘর্ষে জয়ী মানুষদের ক্ষোভ ও নৃশংসতার কারণে মানব ভক্ষণের ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়াও,মাশিচকা গুহায় মানব অবশেষের সাথে বাসস্থানের আবর্জনা পাওয়া গেছে, যা নির্দেশ করে যে মৃতদের সম্মান দেওয়া হয়নি। এই আবিষ্কারগুলি ওই সমাজের কৃষ্টিগত উন্নয়ন এবং জনগোষ্ঠীর গতিবিধি বুঝতে সহায়তা করে।
তথ্যসুত্রঃ https://www.sciencedaily.com/releases/2025/02/250211134308.htm