নু ফোল্ড – আরএনএ চিকিৎসার নয়া দিগন্ত

নু ফোল্ড – আরএনএ চিকিৎসার নয়া দিগন্ত

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

রাইবোনিউক্লিক অ্যাসিড, সাধারণত আর এন এ নামে পরিচিত। এই আর এন এ কেবল জিনগত তথ্য বহন করে না, কোষে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। যেমন প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ, জিন অভিব্যক্তি নিয়ন্ত্রণ। কিছু আরএনএ এনজাইম হিসাবেও কাজ করে। আরএনএ কীভাবে কাজ করে তা বোঝার জন্য, তার ত্রিমাত্রিক কাঠামোটা জানা একান্ত জরুরী। অথচ বর্তমানে পরীক্ষাগারে আরএনএ কাঠামো নির্ধারণ করা অত্যন্ত সময়সাপেক্ষ এবং কঠিন। এতদিন ধরে পরীক্ষার ভিত্তিতে এই নির্ধারণের কাজটি কেবল সীমিত মাত্রায় সম্ভব হয়েছে। ফলত অধিকাংশ গুরুত্বপূর্ণ আরএনএ কাঠামো অজানাই থেকে গেছে।
পারডিউ বিশ্ববিদ্যালয়ের জৈব বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক দাইসুকে কিহারার নেতৃত্বে একটি গবেষণা দল এই সমস্যার একটি কম্পিউটার গণনামূলক সমাধানের হদিশ দিয়েছেন। এটি হল নুফোল্ড (Nu Fold)। এটি একটি অত্যাধুনিক ক্রিয়া কৌশল যা আরএনএর ত্রিমাত্রিক কাঠামো নির্ণয় করতে, মডেল তৈরি করতে এবংরোগ চিকিৎসায় আরএনএ ঘটিত ওষুধের উন্নয়নে বিপ্লব ঘটাতে পারে। এ আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাবে, এই আশা। নুফোল্ডের কোড এবং গুগল কোল্যাব নোটবুক শুধুমাত্র গবেষকদের নয়, সর্বসাধারণের কাজে লাগবে। আরএনএ কাঠামোর মডেল তৈরিতে আগ্রহী যে কোনো ব্যক্তিই এটি ব্যবহার করতে পারবেন। কম্পিউটেশনাল প্রোটিন কাঠামোর পূর্বাভাস দানের পদ্ধতির নাম আলফাফোল্ড। ২০২৪ সালে রসায়নে এই আবিষ্কার নোবেল পুরস্কার পেয়েছে । নুফোল্ড যেন আলফাফোল্ডেরই আর এন এ সংস্করণ। গবেষক কিহারা বলেছেন, “আলফাফোল্ড এখন নিয়মিতভাবে অনেক জীববিজ্ঞান পরীক্ষাগারে ব্যবহৃত হয়। এই আলফাফোল্ডের আরএনএ সংস্করণই হবে নুফোল্ড। তাই এক অর্থে আমরা আলফাফোল্ডের সাফল্যকেই আরএনএ’র জগতে প্রসারিত করছি।’ তিন বছরের বেশি সময় লেগেছে নু ফোল্ড নির্মাণে । নু ফোল্ডের প্রধান নির্মাতা ইউকি কাগায়া। আরএনএ এর সিকোয়েন্স (পর্যায়ক্রম) থেকে তার কাঠামো, পূর্ণ পারমাণবিক গঠন কেমন হবে সেসবই চিত্রায়ন করতে পারে নুফোল্ড । আর, এটির একটি মূল বৈশিষ্ট্য হলো আরএনএ কাঠামোর খুঁটি স্বরূপ বেস-জোড়া নিয়ে বিবেচনা করে, এর নমনীয়তাকে সঠিকভাবে বুঝে নিয়ে সেই অনুধাবনকে কেন্দ্র করে, আরএনএর অভ্যন্তরে উপস্থাপন করা। কিহারা বলেন, “যেসব সমস্যার সমাধান সরাসরি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভব নয়, সেগুলোর জন্য আমরা নু ফোল্ড তৈরি করেছি, কম্পিউটারের গণনামূলক সমাধানক্ষেত্র হিসেবে।” আরএনএ সম্পর্কিত গবেষণা ও ঔষধ উন্নয়নে এই আবিষ্কার প্রভূত অগ্রগতি আনবে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =