
প্যাটাগোনিয়ান প্রাকৃতিক বিজ্ঞান সংগ্রহশালার নেতৃত্বে একটি গবেষণায় জানা গেছে যে আজ থেকে প্রায় ৭ কোটি বছর আগের বাসিন্দা আলভারেজসরিডে ডাইনোসরদের হাড় ফাঁপা ছিল, যা আধুনিক পাখিদের মতো বায়ুপূর্ণ গহ্বরযুক্ত। সিটি স্ক্যানের মাধ্যমে গবেষকরা জীবাশ্মগুলিতে পরস্পর সংযুক্ত ফাঁকা স্থান শনাক্ত করেছেন, যা শ্বাস-প্রশ্বাস ব্যবস্থার সাথে যুক্ত ছিল। এটি এই ইঙ্গিত দেয় যে থেরোপড ডাইনোসরদের মধ্যে বায়ুসংক্রান্ত বৈশিষ্ট্য আগে যা জানা ছিল তার চেয়ে বেশি বিস্তৃত ছিল। আশ্চর্যজনকভাবে, এই বায়ুথলিগুলো লেজের কশেরুকায় পর্যন্ত বিস্তৃত ছিল। এটা অন্য কিছু প্রজাতির তুলনায় আরও বিস্তৃত বন্টন নির্দেশ করে। হালকা ওজনের এই হাড়গুলি অক্সিজেন প্রবাহ বা তাপনিয়ন্ত্রণে সাহায্য করত বলে মনে করা হয়। নমুনাগুলির মধ্যে হাড়ের গহ্বরের এলোমেলো বৈচিত্র্য লক্ষ্য করা গেছে, যা সম্ভবত রক্তনালীর পথের সাথে সম্পর্কিত। যদিও আলভারেজসরিডে উড়ত না, কিন্ত এই অভিযোজন পাখিদের সাথে এর বিবর্তনী সাদৃশ্য তুলে ধরে। PLOS One জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটি ডাইনোসর গোষ্ঠীগুলিতে এমন বৈশিষ্ট্য কীভাবে বিকশিত হয়েছিল তা নিয়ে আরও গবেষণার দিকে ইঙ্গিত দিয়েছে। উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে জানা যেতে পারে এই বায়ুগহ্বরগুলি কি একাধিকবার স্বতন্ত্রভাবে উদ্ভূত হয়েছিল? এটা জানা গেলে ডাইনোসরের শারীরবৃত্তীয় বিবর্তনকে আরও ভালো করে বোঝা যাবে।