গতিও সময়কে বিলম্বিত করে

গতিও সময়কে বিলম্বিত করে

প্রদীপ্ত গুপ্তরায়
অধ্যক্ষ, দমদম মতিঝিল কলেজ, কোলকাতা
Posted on ৮ মে, ২০২৫

সময় যে ভরের কারনে বিলম্বিত হয় সেটা বোঝার দশ বছর আগেই গতির কারনে সময়ও যে আস্তে চলে সেটা আইনস্টাইন বুঝেছিলেন। সময়ের মৌলিক উপলব্ধির বিষয়ে এই আবিস্কারের প্রভাব সবচেয়ে বিধ্বংসী।

তথ্যটি নিজেই খুব সহজ। দুই বন্ধুকে পাহাড়ে এবং সমতলে না পাঠিয়ে বরং আমরা তাঁদের বলতে পারি, একজন স্থির থাকুন আর একজন হেঁটে বেড়ান। যিনি হাঁটছেন তাঁর সময়, যিনি স্থির আছেন – তাঁর থেকে ধীরে চলছে।

আগের মতোই, দুই বন্ধুর কাছে সময়ের ব্যাপ্তি বিভিন্ন। যিনি চলনে আছেন, তাঁর বয়স আস্তে বাড়বে, তাঁর ঘড়ি কম সময় দেখাবে, কি চিন্তা করবেন তাঁর জন্য কম সময় পাবেন, তাঁর সাথে যে গাছটি আছে তার অঙ্কুরোদ্যম হতে বেশি সময় লাগবে। সব চলনশীল বস্তুরই সময় ধীরে চলে।

এই প্রভাব বুঝতে গেলে, একজনকে ভীষন তাড়াতাড়ি যেতে হবে। ১৯৭০ সালে এয়ারোপ্লেনে ভীষন সূক্ষ্ম মাপের ঘড়ি ব্যবহার করে পরিমাপ করা সম্ভব হয়েছিল। মাটিতে থাকা ঘড়ির চাইতে প্লেনের ভেতরে থাকা ঘড়ি, দেখা গেল, আস্তে চলছে। আজকাল, পদার্থবিদ্যার বিভিন্ন গবেষণায়, সময়ের আস্তে চলাটা পর্যবেক্ষণ করা যায়।

২৫-বছর বয়সী আইনস্টাইন যখন তড়িচ্চুম্বকত্ব নিয়ে যখন পড়াশোনা করছিলেন, ঘটনাটি পরিমাপ করার অনেক আগেই, সময় যে ধীরে চলে – বুঝতে পেরেছিলেন।

এটা জটিল কোন সিদ্ধান্ত নয়। ম্যাক্সওয়েলের সমীকরণে তড়িৎ এবং চুম্বকত্ব খুব ভালোভাবে বর্ণনা করা যায়। সমীকরণগুলোতে স্বাভাবিক চলরাশি tআছে, কিন্তু তার একটা অদ্ভুত ধর্ম আছে; তুমি যদি একটা নির্দিষ্ট বেগে চলাচল কর, যতক্ষন না তুমি আলাদা সময়ের চলরাশি t’নির্ধারন করছ, ততক্ষন পর্যন্ততোমার জন্যম্যাক্সওয়েলের সমীকরণ সত্যি নয়। (তার মানে, তুমি কি পরিমাপ করছ সমীকরণগুলো সেটা বলতে পারবে না।) অঙ্কবিদরা ম্যাক্সওয়েল সমীকরণের এই অদ্ভূত চরিত্রের কথা জানতেন। কিন্তু, এটা কি বোঝাচ্ছে — কেউই বুঝতে পারেন নি। আইনস্টাইন এর তাৎপর্য বুজতে পারলেনঃ আমি যদি স্থির থাকি তাহলে যে সময় অতিবাহিত হয় সেটা t, স্থির অবস্থায় থাকা কোন বস্তুর ছন্দ। যখন তুমি চলমান t’হচ্ছে ‘তোমার সময়’, তোমার সাথে থাকা চলমান বস্তুর ছন্দ। চলমান বস্তু এবং স্থির বস্তুর সময় যে আলাদা সেটা আগে কেউই কল্পনা করতে পারেনি। আইনস্টাইন তড়িচ্চুম্বকত্ব পড়ার সময় এটা বুঝেছিলেন এবং গুরুত্ব সহকারে নিয়েছিলেন।

কাজেই, চলমান বস্তুর সময়কাল স্থির বস্তুর সময়কাল থেকে কম; একটা ঘড়ি কয়েক সেকেন্ড কম দেবে, একটা গাছ আরো ধীরে বৃদ্ধি পাবে, একজন যুবক কম স্বপ্ন দেখবেন। গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় সংকুচিত হয়। একক সময় বিভিন্ন জায়গায় আছে – এটাও যেমন নয়, একক সময় একটা নির্দিষ্ট জায়গায় আছে সেটাও সত্যি নয়। কোন কিছুর একটা নির্দিষ্ট পথে গমনের সাথে সময়কাল সহযোগী।

তুমি কোথায় আছ এবং তোমার সাথে ভরের সাথে নৈকট্য কতটুকু — প্রকৃত সময় (Proper Time) এদের ওপর নির্ভর করে। এটা, তুমি কোন গতিতে যাতায়াত করছ তার ওপরেও প্রকৃত সময় নির্ভর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =