ভবিষ্যৎ অনুমান ও বুদ্ধিমত্তা

ভবিষ্যৎ অনুমান ও বুদ্ধিমত্তা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ জুলাই, ২০২৫

ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্টের একটি সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিরা ভবিষ্যতের অনিশ্চিত ঘটনার অপেক্ষাকৃত বাস্তবসম্মত অনুমান করতে সক্ষম। এর ফলে তাদের সিদ্ধান্ত আরও কার্যকর হয়। ৫০-ঊর্ধ্ব ব্যক্তিদের ওপর করা এই গবেষণায় অংশগ্রহণকারীদের আয়ু সম্পর্কিত নিজস্ব অনুমানের সাথে জাতীয় পরিসংখ্যানের সঙ্গে তুলনা করা হয়। স্বাস্থ্য, জীবনধারা ও জিনগত প্রভাবসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করা হলে দেখা যায়, নিম্ন বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিরা গড়ে দুই গুণ বেশি ভুল অনুমান করেন। গবেষক প্রফেসর ক্রিস ডসন জানান, বুদ্ধিমান ব্যক্তিরা ভবিষ্যতের সম্ভাব্যতা মূল্যায়নে দক্ষ ও কম ভুল করেন, যার ফলে তাদের সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়। তিনি বলেন, “ভবিষ্যতের সম্ভাব্যতা সঠিকভাবে নিরূপণ করাই ভালো সিদ্ধান্তের মূল। বিনিয়োগ থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্ক পর্যন্ত সবকিছুই এর ওপর নির্ভর করে।” পূর্বে জানা ছিল, শিক্ষা, আয় ও স্বাস্থ্য ফলাফলের পূর্বাভাস দিতে পারে বুদ্ধিমত্তা, এবার এই গবেষণা প্রমাণ করল ভবিষ্যৎ অনুমানের ক্ষমতাও এর একটি গুরুত্বপূর্ণ দিক। গবেষকরা মনে করেন, যারা অনুমানে দুর্বল বা নিম্ন বুদ্ধিমত্তাসম্পন্ন তাদের জন্য স্বাস্থ্য ও আর্থিক সিদ্ধান্তে সম্ভাব্যতার আসল মান স্পষ্টভাবে জানানো প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + one =