
বিবর্তনীয় চাপ সৃষ্টিতে, উদ্ভিদের প্রতিরক্ষা ব্যবস্থায় পুষ্টির প্রভাবের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ পাওয়া গেছে। সম্প্রতি ইউনিভার্সিটি অফ মিশিগান পরীক্ষণ ভিত্তিক একটি দীর্ঘমেয়াদি গবেষণা করেছেন। গবেষণাটি লম্বা সোনালি ফুল গাছের ওপর কেন্দ্রীভূত ছিল। গবেষকরা দেখতে পান, নাইট্রোজেন-সমৃদ্ধ পরিবেশে গাছের একটি নির্দিষ্ট প্রতিরক্ষা বৈশিষ্ট্য, ‘স্টেম নোডিং’- এর জিনগত অনুপাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। স্টেম নোডিং গাছের শীর্ষাংশে একটি অভিসারী বক্রতাকে নির্দেশ করে। এর ফলে পরজীবী পতঙ্গ গল মিডজের পক্ষে ডিম পাড়ার জন্য গাছের ডগা দিয়ে ঢুকে পড়া বেশ কঠিন হয়ে পড়ে। তখন গল মিডজ, গাছের ডগাতেই ডিম রেখে গুটি তৈরি করে। এটি পোকার লার্ভার আবাস হিসেবে কাজ করে। স্টেম নোডিং ওই অংশকে পতঙ্গের দৃষ্টির বাইরে সরিয়ে নিয়ে যায়, ফলে পোকার আক্রমণ কমে। এই বৈশিষ্ট্যটি জিন দ্বারা নির্ধারিত, পরিবেশগত উদ্দীপনার ফল নয়। গবেষণায় ছয় জোড়া পরীক্ষণ ক্ষেতে, ১৯৮৯ সাল থেকে নাইট্রোজেন সার প্রয়োগ করে তাদের কন্ট্রোল গ্রুপে রাখা হয়। ২০১৬, ২০২১ ও ২০২২ সালের তথ্য অনুযায়ী, নাইট্রোজেনযুক্ত ক্ষেতগুলিতে স্টেম নোডিং ফেনোটাইপ ৩ থেকে ৬ গুণ বেশি পাওয়া গেছে। এটি কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, জিন অনুপাতের পরিবর্তনের ইঙ্গিতবাহক। সম্ভবত সারপ্রাপ্ত ক্ষেতে টিকে থাকা নোডিং করা গাছের কারণে এই পার্থক্য সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ার নাম ক্লোনাল নোডাল জিনোটাইপ। এতে একটি সদৃশ কোষগুচ্ছের (ক্লোন) জিনগত বৈশিষ্ট্যগুলি একটি নির্দিষ্ট একক কোষ (নোড) থেকেই উৎপন্ন হয়। নাইট্রোজেন সার প্রয়োগে, গাছের উচ্চতা ৩০-৪০% বৃদ্ধি পায়। জৈব ভর (বায়োমাস) ৫০% বাড়ে। উচ্চতা বৃদ্ধির ফলে উদ্ভিদভুকদের কাছে গাছের দৃশ্যমানতা বাড়ে। ২০২২ সালে গল গঠনের সংখ্যা দ্বিগুণ হয়। তবে নোডিং সবসময় কার্যকর প্রতিরক্ষা দিতে পারেনি। ২০২১ ও ২০২২ সালে নোডার ও নন-নোডার উভয় গোষ্ঠীতে গুটি আক্রমণ প্রায় সমান ছিল, যদিও ২০১৬ সালে নোডিং গুটি আক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছিল। এর অর্থ প্রতিরক্ষা কৌশলের কার্যকারিতা পরিবেশগত ভিন্নতা, পতঙ্গ অভিযোজন এবং অন্যান্য অভ্যন্তরীণ প্রতিরক্ষার ওপর নির্ভরশীল। তবে বলা যেতে পারে কম খরচে কাঠামোগত প্রতিরক্ষা হিসেবে নোডিং গুরুত্বপূর্ণ। উদ্ভিদের উচ্চতা বা বীজ উৎপাদনে এ নেতিবাচক প্রভাব ফেলে না, বরং কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধির সহায়ক। অধ্যাপক হাওয়ার্ড বলেন, “এই গবেষণা দীর্ঘমেয়াদি ক্ষেত্র পরীক্ষার গুরুত্ব তুলে ধরে। বিবর্তন ধীরে ধীরে ঘটে, প্রথম কয়েক বছরে তার প্রভাব বোঝা যায় না, তবে কয়েক দশক পর প্রকৃত বিবর্তনীয় ধারা প্রকাশ পায়।” ভবিষ্যতে এই গবেষণা উদ্ভিদ ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ায় জিনগত ও পরিবেশগত দিক থেকে নতুন দৃষ্টিভঙ্গি সঞ্চার করবে, বিশেষত মানুষের তৈরি পুষ্টি উদ্বৃত্ততার যুগে উদ্ভিদ কিভাবে অভিযোজিত হচ্ছে তা বোঝার জন্য।
তথ্যসূত্র : Three decades of experimental nitrogen fertilization increases the frequency of a defensive plant morph
Mia M. Howard, Samantha Honroth, Andrew C. McCall, Jennifer A. Lau ; Oikos
(17 July 2025)