নীরবতা : এক জৈব-সামাজিক কৌশল

নীরবতা : এক জৈব-সামাজিক কৌশল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ আগষ্ট, ২০২৫

হাওয়াই দ্বীপপুঞ্জের মেঠো পুরুষ ঝিঁঝিঁ পোকারা এক সময় জোরে জোরে ডেকে সঙ্গিনীকে মিলনের আহ্বান জানাত। কিন্তু সাম্প্রতিক দশকে বেশিরভাগ পুরুষ এই ক্ষমতা হারিয়েছে “ফ্ল্যাটউইং” নামক এক জিনগত পরিবর্তনের কারণে। এই জিনের বদল পুরুষদের ডানার গঠন বদলে দিয়েছে, ফলে তারা আর গান গাইতে পারে না। একথা ঠিক যে এই অভিযোজন তাদের এক ধরনের প্রাণঘাতী পরজীবী মাছির আক্রমণ থেকে বাঁচতে সাহায্য করেছে, কিন্তু একইসঙ্গে এটি তাদের সামাজিক আচরণেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।
প্রথমদিকে গবেষণা পুরুষদের আচরণে সীমিত থাকলেও, সম্প্রতি এক গবেষণায় স্ত্রী ঝিঁঝিঁদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দেখা গেছে, স্ত্রী ঝিঁঝিঁ পোকারা একে অপরকে তাদের সংবেদী অঙ্গ শুঁড় (অ্যান্টেনা) দিয়ে ছুঁয়ে দেখে, যাকে ‘শুঁড় সংযোগ ( অ্যান্টেনাল কন্টাক্ট ) বলা হয়। এটিই সবচেয়ে সাধারণ এবং দীর্ঘস্থায়ী আচরণ। তবে পুরুষের মিলনের ডাক শুনলে তাদের মধ্যে এই আচরণ আরও বেশি দেখা যায়, বিশেষ করে যদি দুটি স্ত্রী একই জিন- বৈশিষ্ট্যযুক্ত হয়।
এই শারীরিক স্পর্শ হয়ত সঙ্গী নির্বাচনের পূর্বাভাস বা অন্য ঝিঁঝিঁর অবস্থা বোঝার উপায়। গবেষণায় আরও দেখা গেছে, কিছু ক্ষেত্রে কামড় দেওয়া(১৩%) আবার স্ত্রী-স্ত্রী যৌন আচরণ রূপেও দেখা যায়, যদিও তা খুবই বিরল।
এই আকর্ষনীয় ডাক শুধু সঙ্গী অনুসন্ধানে সহায়তা করে না, এটি সামাজিক সজাগতাও বাড়ায়। স্ত্রী পোকারা একে অপরের শারীরিক অবস্থা বা সামাজিক অবস্থান নির্ণয় করতে পারে। সম্ভবত এরা সাইক্লোহেক্সাইল ক্লোরোসিলেন বা ক্লোরোহেক্সাইল সায়ানো সালফাইড নামক রাসায়নিক সংকেত ব্যবহার করে। গবেষকরা মনে করেন, নারী-নারী এই মিথস্ক্রিয়া পুরুষদের প্রজনন সফলতা ও পরজীবী থেকে বাঁচার সম্ভাবনাকেও প্রভাবিত করতে পারে।

উপসংহারে গবেষকরা বলেন, স্ত্রী ঝিঁঝিঁ পোকাদের এই সামাজিক আচরণ পরোক্ষভাবে পুরুষের প্রজনন সাফল্য ও পরজীবীর ঝুঁকির উপর প্রভাব ফেলতে পারে। সুতরাং, নীরবতাও একটি জৈব-সামাজিক কৌশল – যেখানে স্ত্রী পোকাদের আচরণ ভবিষ্যৎ প্রজন্মের বিবর্তন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

সূত্র: Proceedings of the Royal Society B: Biological Sciences ; (27.7.2025).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − one =