ক্যান্সার চিকিৎসায় ব্যাকটেরিয়া

ক্যান্সার চিকিৎসায় ব্যাকটেরিয়া

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ আগষ্ট, ২০২৫

জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি(জেএআইএসটি), দাইচি স্যাঙ্কিও কোং লিমিটেড এবং সুকুবা বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষক দল ক্যান্সার চিকিৎসায় এক বৈপ্লবিক অগ্রগতি এনেছে। অনাক্রম্যতন্ত্রের ওপর নির্ভর না করেই এবার ব্যাকটেরিয়ার মাধ্যমে টিউমার ধ্বংস করা সম্ভব হবে। এই নতুন থেরাপির নাম ‘ এ এউ এন’।
ক্যান্সার চিকিৎসায় ব্যাকটেরিয়ার ব্যবহার নতুন নয়। ১৮৬৮ সালে জার্মান চিকিৎসক বুশ এক ক্যান্সার রোগীকে ইচ্ছাকৃতভাবে ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত করেন এবং রোগ সেরে যায়। ১৮৯৩ সালে ড. উইলিয়াম কোলি ব্যাকটেরিয়া-ভিত্তিক চিকিৎসার প্রস্তাব দেন। এরপর থেকে ইমিউনোথেরাপি বিবর্তিত হয়ে আধুনিক চেকপয়েন্ট ইনহিবিটর বা CAR-T সেলের মতো শক্তিশালী পদ্ধতিতে পৌঁছেছে। কিন্তু এ সব পদ্ধতি মূলত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভরশীল, তাই কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে অনাক্রম্যতন্ত্র দুর্বল হয়ে গেলে এরা প্রায় কাজ করে না বললেই চলে। এ এউ এন থেরাপি এই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে। এতে ব্যবহৃত হয় দুটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া –
1. প্রোটিয়াস মিরাবিলিস (A-gyo): এরা টিউমারের ভেতরকার স্বাভাবিক বাসিন্দা।
2. রোডোসিউডোমোনাস প্যালুস্ট্রিস (UN-gyo): এটি সালোকসংশ্লেষ ঘটায়।
দেখা গেছে, এই দুই ব্যাকটেরিয়া একসঙ্গে কাজ করে অনাক্রম্য কোষের সাহায্য ছাড়াই ইঁদুর ও মানুষ উভয় ক্যান্সার মডেলে টিউমার ধ্বংসের অসাধারণ ফল দেখিয়েছে। থেরাপিটি অত্যন্ত জীব-সঙ্গত, এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম, এমনকি সাইটোকাইন রিলিজ সিন্ড্রোম (সি আর এস) এর ঝুঁকিও কম। প্রাথমিকভাবে এই দুই ব্যাকটেরিয়ার অনুপাত A-gyo:UN-gyo প্রায় ৩:৯৭ হলেও, টিউমারের ভেতরে তা ৯৯:১ এ পরিবর্তিত হয়, যা কার্যকারিতা বাড়ায়।
UN-gyo কেবল A-gyo সাথে থাকলেই সক্রিয় হয় এবং নিজেদের ক্ষতিকারক প্রভাব কমিয়ে টিউমার-বিনাশী প্রভাব বাড়ায়, পার্শ্বপ্রতিক্রিয়া কমায়। এ এউ এন থেরাপিতে দুই ব্যাকটেরিয়ার পারস্পরিক সহযোগিতা জাপানি দর্শনের “বিপরীত শক্তির নিখুঁত সামঞ্জস্য” ধারণার সাথে মিলে যায়।

এই প্রযুক্তি ইমিউনোথেরাপি-প্রতিরোধী ক্যান্সার রোগীদের জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। প্রফেসর এজি‌রো মিয়াকো বলেছেন, তারা আগামী ছয় বছরের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার লক্ষ্য নিয়েছেন, একটি স্টার্টআপ প্রতিষ্ঠারও পরিকল্পনা চলছে।
এই আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় ১৫০ বছরের পুরনো ব্যাকটেরিয়া-ভিত্তিক প্রচেষ্টাকে পুনরায় উজ্জীবিত করল। এখন থেকে আর শুধুমাত্র ইমিউন সিস্টেমের উপর নির্ভর করতে হবে না।

সূত্র: Bacterial duo eliminates tumors without immune system help in new cancer therapy by Stephanie Baum ; Japan Advanced Institute of Science and Technology (5.8.2025).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 5 =