দৈত্যাকার ম্যান্টা রে মাছ

দৈত্যাকার ম্যান্টা রে মাছ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ আগষ্ট, ২০২৫

ফ্লোরিডার স্বচ্ছ নীল জল। ডুবুরিরা হঠাৎই দেখলেন জলে এক বিশাল, কালো-সাদা ডানা মেলা ছায়া ভেসে যাচ্ছে। জানা গেল ওটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয়, একেবারে নতুন এক প্রজাতি। নাম দেওয়া হয়েছে আটলান্টিক ম্যান্টা রে (মোবুলা ইয়ারাই)।এটি ম্যান্টা রে পরিবারের তৃতীয় স্বীকৃত প্রজাতি। এই ধরনের মাছগুলো আকারে এতটাই বিশাল যে শুধু ডানারই প্রস্থ প্রায় ১৬ থেকে ২০ ফুট, অর্থাৎ ছোটখাটো একটি মোটরবোটের সমান।

ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানী নায়ারা বুকাইর ও তার আন্তর্জাতিক দল ছবির প্রমাণ, নমুনা ও জেনেটিক ডেটা ( উপাত্ত) সংগ্রহ করে নতুন প্রজাতিটির বর্ণনা দিয়েছেন। দেহের গঠন ও ডিএনএ উভয় বিশ্লেষণ করে তারা দেখেন মোবুলা ইয়ারাই একটি স্বতন্ত্র বংশধারা, যা বিশাল মহাসাগরীয় ম্যান্টা এবং রিফ ম্যান্টা-র কাছাকাছি হলেও আলাদা।

 

২০১৭ সালে ফ্লোরিডার পম্পানো বিচে ধরা পড়া একটি নমুনা এ আবিষ্কারের চূড়ান্ত প্রমাণ দিল। সেটি “হলোটাইপ” হিসেবে স্মিথসোনিয়ান সংগ্রহশালায় সংরক্ষিত আছে। এর শরীরের মাপ ও কোষকলা বিশ্লেষণ নতুন প্রজাতির পরিচয় নিশ্চিত করে।

আটলান্টিক ম্যান্টা রে-এর শরীর হীরক আকৃতির। সমতল মাথা ও চাবুকের মতো লেজ রয়েছে, লেজের গোড়ায় ছোট হাড়ের গুটি আছে। ত্বকে থাকে তারকা আকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ। পিঠ মূলত কালো, কাঁধে পরিষ্কার V আকৃতির সাদা দাগ এবং পেটে ফিকে রঙের সীমিত দাগ । মুখের নীচের পাটির দাঁতের সংখ্যা (৯–১৩) অন্য ম্যান্টা প্রজাতির তুলনায় আলাদা।

এই রে মাছ সমুদ্রের তীরে ও দ্বীপের আশেপাশে থাকে , যেখানে মানুষের কার্যকলাপ বেশি। এর খাদ্য একটি বৃহৎ ফিল্টার-ফিডার, ভেসে থাকা প্ল্যাঙ্কটন। কিন্তু বোটের আঘাত, মাছ ধরার জাল, দূষণ ও অতিরিক্ত শিকার এর জন্য বড় বিপদ। আগের দুটি ম্যান্টা প্রজাতির একটি “ঝুঁকিপূর্ণ” এবং অন্যটি “বিপন্ন” তালিকাভুক্ত হওয়ায় মোবুলা ইয়ারাই -কেও এখন সুরক্ষার আওতায় আনা জরুরি।

এদের এরকম নাম হওয়ার কারণ আছে। একটি বৈজ্ঞানিক নাম তো শুধু পরিচয়ের জন্য নয়, সংরক্ষণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আটলান্টিক অঞ্চলে দেখা পাওয়া ম্যান্টাগুলোকে ভুলভাবে অন্য প্রজাতির সাথে মিশিয়ে ফেলা হতো। এখন আলাদা নাম হওয়ায় এর সংখ্যা, চলাচল ও বিপন্নতার হিসাব সঠিকভাবে রাখা যাবে।

 

গবেষকরা ভবিষ্যতে ট্যাগিং, ফটো-আইডি ও জিন উপাত্ত(ডেটা) বিশ্লেষণের মাধ্যমে মোবুলা ইয়ারাই–এর জীবনধারা ও বিস্তৃতি আরও বিস্তারিত জানার চেষ্টা করবেন। সাধারণ মানুষও যদি দায়িত্বের সঙ্গে এই রে মাছের ছবি তোলেন, তবে তারাও গবেষণায় অবদান রাখতে পারবেন।

 

সূত্র : An integrative taxonomy investigation unravels a cryptic species of Mobula Rafinesque, 1810 (Mobulidae, Myliobatiformes), from the Atlantic Ocean by Nayara Bucair, et.al ; Environmental Biology of Fishes. (23.7. 2025).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 8 =