পশ্চিমবঙ্গে নতুন স্প্রিংটেল প্রজাতির খোঁজ

পশ্চিমবঙ্গে নতুন স্প্রিংটেল প্রজাতির খোঁজ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ সেপ্টেম্বর, ২০২৫
সম্প্রতি জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেড এস আই) পশ্চিমবঙ্গে দুটি নতুন প্রজাতির খোঁজ পেয়েছে – স্যালিনা অরেন্টিয়ামাকুলাটা এবং সালিনা সিউডোমন্টানা। পশ্চিমবঙ্গ তথা ভারতে চার দশক পর এই প্রথম স্যালিনা প্রজাতির সন্ধান মিলল।
স্প্রিংটেল বা কোলেম্বলা মৃত্তিকা নিবাসী এক অতি ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী, যাদের দৈর্ঘ্য মাত্র কয়েক মিলিমিটার। আকারে ক্ষুদ্র হলেও মাটির স্বাস্থ্যরক্ষায় এদের ভূমিকা অপরিসীম। এরা জৈব পদার্থ ভেঙে ফেলে, পুষ্টি পুনঃচক্রায়নে সাহায্য করে, মাটির গঠনকে উন্নত করে। সেই সঙ্গে পরিবেশগত স্বাস্থ্যেরও সূক্ষ্ম সূচক হিসেবে কাজ করে।
গবেষণাটি পরিচালনা করেছেন কলকাতার জেড এস আই–এর অ্যাপ্টেরিগোটা বিভাগ। দলটির নেতৃত্বে ছিলেন ড. গুরুপদ মণ্ডল, সঙ্গে গবেষক পৃথা মণ্ডল ও ড. সুরজিত কর। তাঁদের গবেষণা আন্তর্জাতিক ট্যাক্সোনমিক জার্নাল জুট্যাক্সায় প্রকাশিত হয়েছে।
নতুন প্রজাতি দুটির মধ্যে স্যালিনা অরেন্টিয়ামাকুলাটা বিশেষভাবে নজরকাড়া। কারণ এর শরীরে উজ্জ্বল কমলা রঙের দাগ রয়েছে, যা এই গোষ্ঠীর মধ্যে বেশ বিরল। অন্যদিকে সালিনা সিউডোমন্টানা দেখতে অনেকটাই পরিচিত প্রজাতি সালিনা মন্টানার মতো, তবে দেহের সূক্ষ্ম কাঁটার বিন্যাস ও লাফানোর জন্য ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্র গঠনে এর বিশেষ ভিন্নতা রয়েছে। উভয় প্রজাতিই বিশ্বব্যাপী বিস্তৃত “সেলেবেনসিস” গোষ্ঠীভুক্ত।
ড. মণ্ডল বলেছেন, ভারতে শেষবার সালিনা প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল ১৯৭৯ সালে। ৪৬ বছর পর আবারও দুটি নতুন প্রজাতির আবিষ্কার আমাদের দেশের জীববৈচিত্র্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করল। এর ফলে বর্তমানে ভারতে সালিনার মোট প্রজাতি সংখ্যা দাঁড়াল ১৭টি।
জেড এস আই-এর পরিচালক ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় এই আবিষ্কারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, স্প্রিংটেলরা মাটির উপকারী বন্ধু । তারা মাটির গুণমান বাড়ায়, পুষ্টিচক্র বজায় রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার সূচক হিসেবে কাজ করে।
স্প্রিংটেল হলো পৃথিবীর প্রাচীনতম স্থলবাসী ষটপদীদের মধ্যে অন্যতম, যাদের ইতিহাস কয়েকশো মিলিয়ন বছরের পুরনো। এরা সাধারণত পচা পাতার স্তরে , মৃত কাঠ বা মাটির গভীরে বসবাস করে। ক্ষুদ্র হলেও, তাদের সংখ্যা বিপুল এবং পরিবেশগত পরিবর্তন সংবেদী হওয়ায়, দূষণ, জলবায়ু পরিবর্তন ও কৃষির স্থায়িত্ব বোঝার ক্ষেত্রে এরা অমূল্য তথ্য সরবরাহ করে।
এই গবেষণায় কেবল নতুন প্রজাতিই নয়, পূর্বে অল্প পরিচিত দুটি দেশীয় প্রজাতির নতুন বর্ণনা দেওয়া হয়েছে এবং ভারতের সালিনা প্রজাতি চিহ্নিত করার জন্য একটি শনাক্তকরণ নির্দেশিকা তৈরি করা হয়েছে। আশা করা যায় , পশ্চিমবঙ্গের মৃত্তিকার অভ্যন্তরীণ গোপন জগতের এই আবিষ্কার আমাদের পরিবেশ ও কৃষি গবেষণায় সহায়ক হবে ।
সূত্র: Two new species of Salina MacGillivray (Collembola: Entomobryidae), with descriptive notes on two endemic species from India by Gurupada Mandal, et.al ;
(August 2025) Zootaxa 5679(3)
DOI:10.11646/zootaxa.5679.3.2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =