সর্দি-কাশি কোভিড প্রতিরোধী?

সর্দি-কাশি কোভিড প্রতিরোধী?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সাধারণ সর্দি-কাশি প্রায়শই রাইনোভাইরাসের কারণে হয়। তা সাময়িকভাবে কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাস SARS-CoV-2-এর সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে। এমনই ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিউইশ হেলথ-এর সাম্প্রতিক গবেষণায়। এই আবিষ্কার, কম উপসর্গযুক্ত শিশুদের সংক্রমণের কারণ ব্যাখ্যায় নতুন দিশা দিচ্ছে। এমনকি শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত রোগ মোকাবিলার নতুন উপায়ের সম্ভাবনাও উন্মোচন করছে। গবেষণাটি জার্নাল অব ইনফেকশাস ডিজিজেস-এ প্রকাশিত হয়েছে। তথ্য নেওয়া হয়েছে, ‘হিউম্যান এপিডেমিওলজি অ্যান্ড রেসপন্স টু SARS-CoV-2’ (HEROS) প্রকল্প থেকে। ২০২০ সালের মে থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১,৩৯৪টি পরিবারের মোট ৪,১০০-এর বেশি ব্যক্তিকে পর্যবেক্ষণের মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে। গবেষকরা দেখতে পান, যারা সম্প্রতি রাইনোভাইরাসে আক্রান্ত হয়েছিল, বিশেষত শিশুরা, তাদের SARS-CoV-2 পজিটিভ হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কম ছিল। এর মূল কারণ শরীরের অ্যান্টিভাইরাল প্রতিরক্ষা ব্যবস্থা। রাইনোভাইরাস শ্বাসনালিতে শক্তিশালী ইন্টারফেরন প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা ইমিউন সিস্টেমকে অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে আগেভাগেই সজাগ করে রাখে। গবেষণাপত্রর প্রধান লেখক ড. ম্যাক্স সিবোল্ড বলেন, “সাম্প্রতিক সর্দি-কাশি থেকে প্রাপ্ত অনাক্রম্যতা-প্রতিক্রিয়া শরীরকে SARS-CoV-2-এর বিরুদ্ধে প্রাথমিক সুবিধা দিতে পারে। সম্ভবত এ কারণেই যেসব শিশু প্রায়ই সর্দি-কাশিতে আক্রান্ত হয়,তারা তুলনামূলকভাবে কম গুরুতর কোভিড-১৯ উপসর্গ অনুভব করে।” এই গবেষণায় অংশগ্রহণকারীদের নিজেদের সংগৃহীত হাজার হাজার নাকের নমুনা বিশ্লেষণ করে SARS-CoV-2 ছাড়াও রাইনোভাইরাসসহ অন্যান্য সাধারণ শ্বাসতন্ত্রীয় ভাইরাস শনাক্ত করা হয়েছে। পাশাপাশি শ্বাসনালির জিন অভিব্যক্তি পর্যবেক্ষণ করে বোঝা হয়েছে সাম্প্রতিক ভাইরাস সংক্রমণ শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করে, তা দেখার জন্য। দেখা গেছে, শিশুদের মধ্যে ইন্টারফেরন-সম্পর্কিত জিনের মৌলিক মাত্রা প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি। এই প্রোটিনগুলো ভাইরাসবিরোধী প্রতিরোধের প্রথম স্তর হিসেবে কাজ করে। ‘হেটেরোলগাস ভাইরাল ইন্টারফেরেন্স’ নামে পরিচিত এই প্রক্রিয়া অবশ্য অন্যান্য শ্বাসতন্ত্রীয় ভাইরাসের ক্ষেত্রে আগেও পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু SARS-CoV-2 সংক্রমণ প্রতিরোধেও এর প্রভাব আছে কিনা সে ব্যাপারে এটিই প্রথম প্রত্যাশিত গবেষণা।গবেষণাপত্রর প্রধান সহলেখক ড. ক্যামিল মুর বলেছেন, “একটি ভাইরাস কীভাবে অন্য ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে তা বোঝা গেলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নতুন প্রতিরোধমূলক কৌশল তৈরি করা সম্ভব হবে।” HEROS গবেষণার আগের ফলাফলে দেখা গিয়েছিল, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের উপসর্গযুক্ত কোভিড-১৯ হওয়ার ঝুঁকি ছয় গুণ কম। নতুন তথ্য সেই সুরক্ষায় বয়সজনিত ইমিউন পার্থক্য এবং সাম্প্রতিক ভাইরাস সংক্রমণের অভিজ্ঞতার ভূমিকা আরও স্পষ্ট করেছে।

সূত্র: “The Common Cold Is Associated With Protection From SARS-CoV-2 Infections” HEROS study team, 11 August 2025, The Journal of Infectious Diseases.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =