জেরুজালেমে মিলল ২,২০০ বছরের পুরোনো স্বর্ণমুদ্রা

জেরুজালেমে মিলল ২,২০০ বছরের পুরোনো স্বর্ণমুদ্রা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ সেপ্টেম্বর, ২০২৫

ইজরায়েলের প্রত্নতাত্ত্বিকরা জেরুজালেমে এক বিরল স্বর্ণমুদ্রা আবিষ্কার করেছেন, যা প্রায় ২,২৭০ বছরের পুরোনো। এই ক্ষুদ্র স্বর্ণমুদ্রায় খোদাই করা আছে মিশরের রানি দ্বিতীয় বেরেনিসের প্রতিচ্ছবি এবং প্রাচীন গ্রিক ভাষায় লেখা আছে “বাসিলিসেস” (অর্থাৎ “রানির”)। এটি প্রমাণ করে, দ্বিতীয় বেরেনিস শুধু রাজা তৃতীয় টলেমির স্ত্রী বলেই নন, বরং নিজস্ব ক্ষমতা ও মর্যাদার অধিকারিণীও ছিলেন।

এই বিরল মুদ্রাটি পাওয়া গেছে জেরুজালেমের ঐতিহাসিক “সিটি অব ডেভিড” এলাকায়, যা প্রাচীন নগরীর মূল কেন্দ্র বলে ধরা হয়। প্রত্নতাত্ত্বিক রিভকা ল্যাংলার মাটির স্তর ছেঁকে কাজ করছিলেন, তখনই চকচকে কিছু দেখতে পান। তিনি জানান, “প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই উচ্ছ্বসিত হয়ে সাইটে সবাইকে খবর দিই।”
মুদ্রার একপাশে দেখা যায় দ্বিতীয় বেরেনিসের প্রতিকৃতি, যেখানে তিনি মাথায় মুকুট, ওড়না ও গলার হার পড়েছেন। অপর পাশে আছে কর্ণুকোপিয়া (প্রাচুর্যের প্রতীক শিঙের আকৃতি), দুটি তারা এবং লেখা “রানির”। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন, এটি খ্রিস্টপূর্ব ২৪১–২৪৬ সালের মধ্যে মিশরের আলেকজান্দ্রিয়ায় তৈরি হয়েছিল।
টলেমীয় রাজবংশ ছিল আলেকজান্ডার দ্য গ্রেট-এর সেনাপতি টলেমি প্রথম সোটার কর্তৃক প্রতিষ্ঠিত ম্যাসিডোনীয় শাসক কুল। এরা খ্রিস্টপূর্ব ৩২৩ থেকে ৩০ পর্যন্ত প্রায় তিন শতাব্দী ধরে মিশর শাসন করে। দ্বিতীয় বেরেনিস ছিলেন কিরেনাইকা অঞ্চলের (বর্তমান পূর্ব লিবিয়া) রানি। তৃতীয় টলেমিকে বিয়ে করায় তাঁর রাজ্য এই বিশাল হেলেনীয় সাম্রাজ্যের অংশ হয়ে যায়। স্বামী যখন সিরিয়ার যুদ্ধক্ষেত্রে ব্যস্ত, বেরেনিস তখন মিশরের শাসনভার নিজের হাতে নিয়েছিলেন, যা তাঁর রাজনৈতিক দক্ষতা ও শক্তিমত্তার প্রমাণ।

ইজরায়েল অ্যান্টিকুইটিজ অথরিটির প্রধান মুদ্রাবিজ্ঞানী রবার্ট কুল বলেন, “এ এক অসাধারণ আবিষ্কার। গত একশো বছরে মাত্র ১৭টি এমন মুদ্রা পাওয়া গেছে, আর মিশরের বাইরে এটাই প্রথম।” প্রত্নতাত্ত্বিকদের অনুমান, এটি হয়তো তৃতীয় সিরীয় যুদ্ধের (২৪৬–২৪১ খ্রিস্টপূর্ব) পর বিজয়ী সৈন্যদের উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

টলেমীয় যুগের রাণীরা মাঝে মাঝে মুদ্রায় চিত্রিত হয়েছেন, যেমন বিখ্যাত সপ্তম ক্লিওপেট্রা । তবে দ্বিতীয় বেরেনিসের এই মুদ্রা অত্যন্ত প্রাচীন ও বিরল নিদর্শন। এটা স্পষ্ট যে, নারীরা টলেমীয় রাজনীতিতে কেবল অলঙ্কার ছিলেন না, সক্রিয় শক্তিও ছিলেন।
মুদ্রাটি কীভাবে জেরুজালেমে এল তা নিশ্চিত নয়। তবে প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এর উপস্থিতি প্রমাণ করে যে ব্যাবিলনের ধ্বংসযজ্ঞের পর (খ্রিস্টপূর্ব ৫৮৬–৫৮৭ সালে) জেরুজালেম দ্রুত পুনরুজ্জীবিত হচ্ছিল এবং আবারও আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠছিল।

এই ক্ষুদ্র সোনার মুদ্রা শুধু ধাতুর টুকরো নয়। এটি প্রত্নতাত্ত্বিক দিক থেকে যেমন মূল্যবান, তেমন প্রাচীন ভূমধ্যসাগরীয় বিশ্বের রাজনৈতিক যোগসূত্র ও সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য সাক্ষ্যও বটে।

সূত্র: 2,200-year-old gold coin depicting ancient Egyptian queen discovered in Jerusalem by Sascha Pare ; published in Live Science (07 September, 2025).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fifteen =