সিরিঞ্জের আকালের শঙ্কা

সিরিঞ্জের আকালের শঙ্কা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ নভেম্বর, ২০২১

যে ভাবে বিশ্বজুড়ে করোনার টিকা করণ চলছে, সেই হারে সিরিঞ্জ উৎপাদন করা যাচ্ছেনা। যা শিশুদের সামগ্রিক টিকা করণ কর্মসূচিতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এমনই আশঙ্কা
রাষ্ট্রপুঞ্জের অন্যতম শীর্ষ আধিকারিক লিসা হেডম্যানের। জেনেভায় স্বাস্থ্য সংক্রান্ত এক বৈঠকে তিনি বলেন, সিরিঞ্জ উৎপাদন ব্যাপক হারে না-বাড়ালে খুব তাড়াতাড়ি সিরিঞ্জের বিপুল সঙ্কট দেখা দিতে পারে। যার ফলে শিশুদের সাধারণ টিকাকরণের কাজে ব্যাঘাত ঘটবে। সে ক্ষেত্রে নেজ়াল স্প্রে বা ট্যাবলেটের আদলে করোনা প্রতিষেধক পাওয়া গেলে সিরিঞ্জ সঙ্কটের অনেকটাই সুরাহা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 1 =