বিশ্ব উষ্ণায়ন ও নব হিমযুগ

বিশ্ব উষ্ণায়ন ও নব হিমযুগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ অক্টোবর, ২০২৫

আজকের ভয়াবহ গরমই কি একদিন পৃথিবীকে ঠেলে দেবে এক নতুন হিমযুগের দিকে? ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের গবেষকরা এমনই এক চমকপ্রদ ইঙ্গিত দিয়েছেন। তাঁদের মডেল বিশ্লেষণ বলছে, পৃথিবীর উষ্ণতা যত বাড়ছে, ততই সক্রিয় হচ্ছে এমন সব প্রক্রিয়া যা দূর ভবিষ্যতে আমাদের নিয়ে যেতে পারে চরম শীতের দিকে। সাধারণ বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে শিলার চেহারা বা শিলার আবরণ প্রক্রিয়া। বৃষ্টির জল যখন বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তখন তা ভূমির শিলার সঙ্গে বিক্রিয়া করে, বিশেষত সিলিকেট সমৃদ্ধ গ্রানাইটের মতো শিলা। এই রাসায়নিক প্রক্রিয়ার ফলে খনিজ দ্রবীভূত হয় এবং কার্বন সমুদ্রের দিকে প্রবাহিত হয়। সেখানে তা ক্যালসিয়ামের সঙ্গে মিলিত হয়ে শেল ও চুনাপাথরের আকার নেয়। অতীতে যখন গরমের মাত্রা বেড়েছে, তখন সমুদ্রের নীচে অতিরিক্ত কার্বন জমেছে। গরমের কারণে ফসফরাসের মতো পুষ্টি উপাদান সমুদ্রে ধুয়ে যায়। এসব উপাদান প্ল্যাঙ্কটনকে উৎসাহিত করে বৃদ্ধি পেতে। জীবিত অবস্থায় প্ল্যাঙ্কটন কার্বন শোষণ করে। মৃত্যুর পর তা সমুদ্রের তলদেশে পড়ে থাকে যা পৃথিবীকে শীতল করার একটি কার্যকর পদ্ধতি হিসেবে কাজ করে। প্রাথমিকভাবে প্রক্রিয়াটিকে স্থিতিশীল মনে হলেও, উষ্ণ সমুদ্রে অক্সিজেন হ্রাস পায়। তখন পুষ্টি উপাদান পুনঃচক্রিত হয়। মৃত প্ল্যাঙ্কটনের মাধ্যমে আরও অক্সিজেন কমে যায়। প্রক্রিয়াটি পুনরাবৃত্ত হয়। ফলে বৃহত্তর পরিমাণে কার্বন দ্রুত সমুদ্রের তলদেশে আটকে যায়। পৃথিবী অতি দ্রুত শীতল হতে থাকে। গবেষকরা বলছেন হিমযুগের মতো শীতলতা আসতে পারে ৫০ হাজার থেকে ২ লাখ বছরের মধ্যে। তবে মানুষের অবাধ কার্বন নিঃসরণ এই সময়কাল আরও এগিয়ে দিতে পারে। অর্থাৎ, আজকের উষ্ণায়নই ভবিষ্যতের হিমযুগের মঞ্চ প্রস্তুত করছে। তাহলে কি আগামী প্রজন্ম হিমশীতল গ্রহে বাঁচারই প্রস্তুতি নেবে? গবেষকরা বলছেন, আপাতত সে চিন্তার সময় আসেনি। আগামী কয়েক শতাব্দী পৃথিবী গরমই হতে থাকবে। বরং ভয়াবহ খরা, ঘূর্ণিঝড়, ফসলহানি, স্বাস্থ্য সংকট এগুলিই আমাদের সামনে প্রধান বিপত্তি। তবে বিশ্ব উষ্ণায়ন শুধুমাত্র গরম নয়, পরিণতিতে আনতে পারে তীব্র শীতলতাও। আজকের পদক্ষেপই আগামী যুগে পৃথিবীকে বাসযোগ্য রাখবে।

 

সূত্র : Instability in the geological regulation of Earth’s climate by Dominik Hulse ; Science (25 Sep 2025

Vol 389, Issue 6767)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =