প্রয়াত অধ্যাপক নরেশ দাধিচ

প্রয়াত অধ্যাপক নরেশ দাধিচ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ নভেম্বর, ২০২৫

৬ নভেম্বর ২০২৫-এ বেইজিংয়ে এক গবেষণা সফরের মাঝেই নিভে গেল ভারতের এক প্রজ্ঞাবান কণ্ঠ। অধ্যাপক নরেশ দাধিচ। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র। সমাজ-পরিবেশ আন্দোলনের যুক্তিস্বর। বয়স হয়েছিল ৮১। পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এর প্রাক্তন পরিচালক হিসেবে দাধিচ শুধু গবেষণাগারে সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন এক সেতুবন্ধনকারী। বিজ্ঞানের কঠিন সমীকরণ থেকে সমাজের বাস্তব জীবনে যাঁর চিন্তার প্রবাহ পৌঁছে যেত অবাধে।
তাঁর গবেষণার মূল ক্ষেত্র ছিল অভিকর্ষীয় গতিবিদ্যা, সাধারণ আপেক্ষিকতা এবং উচ্চমাত্রিক দেশ-কাল তত্ত্ব , ওয়ার্মহোল ও গ্র্যাভিটেশনাল কোল্যাপস।
তিনি আইনস্টাইনের ধ্রুপদী কাঠামোর বাইরে গিয়ে মহাবিশ্বের গভীর গাণিতিক রহস্য ব্যাখ্যা করতে চেয়েছিলেন। সহকর্মীদের মতে, “দাধিচ ছিলেন এমন এক বিজ্ঞানী যিনি প্রতিটি সূত্রের ভিতর থেকে জীবনের অর্থ খুঁজতেন।” তবে তাঁর বিজ্ঞানচর্চা কখনও বিমূর্ত জগতে আটকে থাকেনি। পুনে, নাগপুর, জয়পুর যেখানেই গেছেন, সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন যুক্তির দীপশিখা। তাঁর মতে, “বিজ্ঞান যদি কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ থাকে, তবে সমাজ অন্ধকারেই থাকবে।” অবিশ্বাস্য হলেও সত্যি। এই গণিতনিষ্ঠ বিজ্ঞানী ছিলেন এক পরিবেশপ্রেমী কর্মী। বৃক্ষরোপণ এবং পরিবেশ-শিক্ষায় তিনি নীরব কিন্তু স্থায়ী ভূমিকা রেখেছিলেন। তাঁর বন্ধুদের ভাষায়, “তিনি যেমন মহাকাশে ব্ল্যাক হোল খুঁজতেন, তেমনই মাটিতে সবুজের আলোও খুঁজতেন”। অধ্যাপক নরেশ দাধিচের জীবন এক অনন্য দৃষ্টান্ত। বিজ্ঞানের যুক্তি ও পরিবেশের নৈতিকতাকে এক সূত্রে গেঁথে ফেলেছিলেন তিনি। তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার শুধু গবেষণাপত্রে নয়, আরও গভীরে শিক্ষার্থীদের চিন্তায়, নাগরিকদের মননে। তাঁর প্রয়াণে ভারতের বিজ্ঞান সমাজে এক শূন্যতা তৈরি হল ঠিকই, কিন্তু তাঁর চিন্তার স্রোত থাকবে অব্যাহত – যতদিন বিজ্ঞান ও সমাজের মধ্যে সেতুবন্ধনের প্রয়োজন থাকবে।

*সম্পাদিত গুরুত্বপূর্ণ মনোগ্রাফ :*

০১) A Random Walk in Relativity and Cosmology, N.Dadhich, J.K.Rao, J.V.Narlikar and C.V.Vishveshwara (eds.), Professor P.C.Vaidya and Professor A.K.Raychaudhuri Festschrift, Wiley Eastern, 1985.
০২) V. K. Kapahi, N. Dadhich, G. Swarup and J. V. Narlikar (eds) ,Proceedings of the 6th Asian-Pacific Meeting on Astronomy of the IAU (Indian Academy of Sciences, 1995).
০৩) N. Dadhich, and J. Narlikar আ (eds) Gravitation and Relativity: At the turn of the Millennium, GR-15 Proceedings, IUCAA, 1998.
০৪) N. K. Dadhich, and A. K. Kembhavi(eds) The Universe: Visions and Perspectives, Kluwer, 2000.
০৫) S. Bharadwaj, N. Dadhich, and S.Kar, (eds) Proceedings of the fourth ICGC-2000 Conference, Pramana, 55, No.4.
০৬) D. V. Ahluwalia, N. Dadhich, Proceedings of the first IUCAA meeting on the Interface of Gravitational and Quantum Realms, IUCAA, Modern Physics Letters A 17, 899, 2002.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + one =