আলো-নির্ভর ইমপ্লান্ট

আলো-নির্ভর ইমপ্লান্ট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ ডিসেম্বর, ২০২৫

নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন এক নরম, তারবিহীন ইমপ্লান্ট তৈরি করেছেন যা ক্ষুদ্র আলোর ঝলক ব্যবহার করে সরাসরি মস্তিষ্কে তথ্য পাঠাতে পারে। এই আলো-সংকেত প্রাণীদের একেবারে নতুন কৃত্রিম বার্তা শিখতে সাহায্য করেছে, তাদের স্বাভাবিক ইন্দ্রিয় ব্যবস্থার বাইরে গিয়ে। পাতলা, নমনীয় ইমপ্লান্টটি মাথার ত্বকের নীচে খুলির উপর বসানো হয়। সেখান থেকে এটি লাল রঙের মাইক্রো–এল ই ডি আলো খুলির ভিতর দিয়ে কর্টেক্সের বিস্তৃত এলাকায় ফেলতে পারে। পরীক্ষায় ব্যবহৃত ইঁদুরের নিউরনকে আগে থেকে আলো-সংবেদনশীল করে তোলা হয়। নির্দিষ্ট আলো–প্যাটার্ন ফেললে সেই নিউরন সক্রিয় হয়। ধীরে ধীরে ইঁদুর শিখে ফেলে, কোন প্যাটার্নটি পুরস্কারের সংকেত দিচ্ছে। স্বাভাবিক দৃষ্টি বা স্পর্শ ব্যবহার না করেও প্রাণীরা শুধু কৃত্রিম আলোক–সংকেত থেকে বার্তা বুঝে সিদ্ধান্ত নিতে পারে। এটাই এই প্রযুক্তির বড় সাফল্য।

২০২১ সালের সংস্করণে মাত্র একটি মাইক্রো–এলইডি ছিল। নতুন ডিভাইসে রয়েছে ৬৪টি এল ই ডি-র ঝলক যাকে বাস্তব ক্ষেত্রে প্রোগ্রাম করে অসংখ্য আলোক–সংমিশ্রণ তৈরি করা সম্ভব। এটি বাস্তব সংবেদনশীল অভিজ্ঞতার মতনই ব্যাপক নিউরন-সক্রিয়তা তৈরি করে। ডিভাইসটি ডাকটিকিটের মতো ছোট ও অত্যন্ত হালকা। খুলির ভিতরে প্রবেশ করাতে হয় না। কেবল খুলির উপর থেকে আলো ফেলে কাজ চালানো যায়। পরীক্ষায় ইঁদুরদের শেখানো হয় যে একটি নির্দিষ্ট আলোক–প্যাটার্ন মানে একটি নির্দিষ্ট স্থানে পুরস্কার আছে। মস্তিষ্কবল্কল বা কর্টেক্সের চারটি অঞ্চলে একযোগে সেই প্যাটার্ন ফেললে, ইঁদুর বারবার সঠিক পোর্টটি বেছে নেয়। এতে বোঝা যায়, মস্তিষ্ক কৃত্রিম আলোক–সংকেতকে অর্থবহ তথ্য হিসেবে ব্যবহার করতে পারে। গবেষকদের মতে এই প্রযুক্তি নানা ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। যথা-

১. কৃত্রিম অঙ্গের জন্য সেন্সরি ফিডব্যাক বুঝতে,

২. ভবিষ্যতের দৃষ্টি বা শ্রবণ–সহায়ক ডিভাইস তৈরিতে,

৩. বিনা ঔষধে ব্যথা নিয়ন্ত্রণে,

৪. স্ট্রোক বা স্নায়ু–আঘাতের পর পুনর্বাসনের ক্ষেত্রে,

৫. মস্তিষ্কনিয়ন্ত্রিত রোবটিক অঙ্গ বসাতে ।

গবেষকেরা এখন আরও জটিল প্যাটার্ন নিয়ে পরীক্ষা করতে চান। মস্তিষ্ক কতগুলো ভিন্ন সংকেত আলাদা করে বুঝতে পারে, সেটাই তাদের পরবর্তী লক্ষ্য। ভবিষ্যতের সংস্করণে আরও বেশি এল ই ডি, ঘন বিন্যাস এবং গভীর অঞ্চলে পৌঁছাতে নতুন কিছু তরঙ্গদৈর্ঘ্য যুক্ত হতে পারে।

 

সূত্র : “Patterned wireless transcranial optogenetics generates artificial perception” by Mingzheng Wu, et.el; 8 December 2025, Nature Neuroscience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =