জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হলেই আমাদের চোখে ভাসে বন, মহাসাগর বা আধুনিক প্রযুক্তির ছবি। অথচ আমাদের পায়ের নীচের মাটিকে আমরা প্রায়ই গুরুত্ব দিই না। এই নিস্তব্ধ জগৎ আসলে এক সক্রিয় জৈব কারখানা, যেখানে প্রতিদিনই ভূগর্ভস্থ অণুজীবরা বাতাস থেকে সরাসরি কার্বন ডাই-অক্সাইড টেনে নিয়ে তা জৈব কার্বনে রূপান্তর করছে, তাও সূর্যালোক ছাড়াই।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কৃষিজমিতে মাটির ধরন, গাছের শিকড় এবং বায়োচার/জৈব কার্বনসমৃদ্ধ উপাদান—এই তিনটি উপাদান মিলেই নিয়ন্ত্রণ করে কার্বন ধরার এই অদৃশ্য প্রক্রিয়াকে। এতদিন কার্বন সংরক্ষণ বলতে মূলত গাছের অবশিষ্টাংশ বা শিকড়ের মাধ্যমেই কার্বন মাটিতে যাওয়ার বিষয়টি আলোচিত হতো। কিন্তু এই গবেষণা দেখিয়েছে, কিছু বিশেষ স্বনির্ভর অণুজীব আছে যারা উদ্ভিদের উপর নির্ভর না করেই বাতাসের কার্বন ধরে রাখতে পারে।
এই অণুজীবরা ‘ক্যালভিন চক্র’ নামে একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। গবেষকরা এই অণুজীবদের কার্যকলাপ বোঝার জন্য cbbL ও cbbM নামের দুটি গুরুত্বপূর্ণ জিন বিশ্লেষণ করেন, যেগুলি RubisCO উৎসেচক তৈরি করে। এই উৎসেচকই কার্বন ধরার মূল চালিকাশক্তি। জিন বিশ্লেষণের ফলে এই প্রথম স্পষ্টভাবে ধরা পড়ল কোন অণুজীব কতটা সক্রিয়ভাবে কার্বন বন্দি করছে।
ধানক্ষেতের জলাবদ্ধ মাটি এবং শুষ্ক উঁচু জমির তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় , জলমগ্ন ধানক্ষেতে অণুজীবদের কার্বন ধারনের ক্ষমতা অনেক বেশি। অক্সিজেনের স্বল্পতা ও পরিবর্তনশীল রাসায়নিক পরিবেশ এই অণুজীবদের জন্য অনুকূল শক্তির উৎস তৈরি করে। বিশেষ করে গাছের শিকড় ঘিরে থাকা ‘রাইজোস্ফিয়ার’ অঞ্চলে এই কার্যকলাপ সবচেয়ে তীব্র।
বায়োচার/ জৈব কার্বনসমৃদ্ধ উপাদান নিয়ে গবেষণার ফল আরও সূক্ষ্ম। এটি সব পরিস্থিতিতে কার্বন ধরার ক্ষমতা বাড়ায় না। কিন্তু এটি মাটির অণুজীব সমাজের গঠন বদলে দেয়। কোথাও এটি কিছু নির্দিষ্ট কার্বন সংরক্ষণকারী অণুজীবের সংখ্যা কমিয়েও দিতে পারে। অর্থাৎ, বায়োচার কোনো যাদুকরী সমাধান নয়—এর প্রভাব নির্ভর করে মাটির ধরন ও জল ব্যবস্থাপনার উপর।
মাটির নীচের এই অদৃশ্য অণুজীবরা জলবায়ু নিয়ন্ত্রণ থেকে শুরু করে পুষ্টি চক্র এবং মাটির স্বাস্থ্য—সবকিছুর কেন্দ্রে রয়েছে। ভবিষ্যতের জলবায়ু-সচেতন কৃষিতে তাই শুধু গাছ নয়, মাটির জীববৈচিত্র্যকেও গুরুত্ব দেওয়া জরুরি। কারণ, নীরব কর্মী এই ক্ষুদ্র জীবরাই হতে পারে কার্বন সংরক্ষণের অন্যতম প্রধান ভরসা।
সূত্র: Calvin cycle driven autotrophic CO2-fixation traits and autotrophic microbial communities in paddy (Anthrosol) and upland (Vertisol) soils: rhizosphere effects and impacts of biochar, published in the journal Biochar,18th November 2025.
