মহাকাশে আটক তিন চীনা নভোচারী

মহাকাশে আটক তিন চীনা নভোচারী

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ জানুয়ারী, ২০২৬

আমরা দৈনন্দিন জীবনে নিরাপত্তার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে অভ্যস্ত। যেমন একটা অতিরিক্ত চাবি কিংবা ফোনের পাওয়ার ব্যাংক, অথবা দেরি হলে বাড়ি ফেরার অন্য পথ নেওয়া। মহাকাশে এই বিকল্প ব্যবস্থা মানে কিন্তু একটাই জিনিস – পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুত একটি মহাকাশযান। কিন্তু বর্তমানে চীনের টিয়াংগং স্পেস স্টেশনে থাকা তিনজন নভোচারীর ক্ষেত্রে সেই বিকল্পটি নেই। ঝাং লু, উ ফেই এবং ঝাং হংঝাং এই তিন নভোচারী ‘শেনঝৌ-২১’ অভিযানের সদস্য। এখন টিয়াংগংয়ে কাজ করছেন। তাঁদের নিজস্ব ফেরার যান সেখানে ডক করা নেই। কারণ, তাঁদের ক্যাপসুলটি ব্যবহার করা হয়েছে আগের অভিযানের নভোচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য।

ঘটনার শুরু এপ্রিল মাসে । ‘শেনঝৌ-২০’ অভিযানের তিন নভোচারী ওয়াং জিয়ে, চেন ঝংরুই ও কমান্ডার চেন ডং ‘টিয়াংগং’ স্টেশনে যান। পরিকল্পনা ছিল, প্রায় ছয় মাস পরই তাঁরা পৃথিবীতে ফিরবেন। অক্টোবরের শেষে তাঁদের পরিবর্তে ‘শেনঝৌ-২১’ দল স্টেশনে পৌঁছায়। এই সময়ই সমস্যা দেখা দেয়। গ্রাউন্ড কন্ট্রোল জানায়, সম্ভাব্য একটি মহাকাশ বর্জ্যের টুকরো ‘শেনঝৌ-২০’ ফেরার ক্যাপসুলে আঘাত করেছে। পরীক্ষায় দেখা যায়, ক্যাপসুলের একটি জানালায় ছোট ফাটল তৈরি হয়েছে। দেখলে মনে হবে, ক্ষতি কম কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় এটিই মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়, এই ক্যাপসুলটি ব্যবহার করে আর নভোচারীদের ফিরিয়ে আনা নিরাপদ নয়।

এরপর চীনা মহাকাশ সংস্থা দ্রুত ব্যবস্থা নেয়। ‘শেনঝৌ-২০’ দলের জন্য অপেক্ষা না করে, তাঁদের ‘শেনঝৌ-২১’ অভিযানের ক্যাপসুলেই পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। ১৪ই নভেম্বর তাঁরা নিরাপদে মঙ্গোলিয়ায় অবতরণ করেন। ফলে, ‘শেনঝৌ-২১’ দলের তিন নভোচারী স্টেশনেই থেকে যান। কিন্তু তাঁদের জন্য আর কোনো ডক করা ফেরার যান থাকে না। সহজভাবে বললে, উদ্ধারকার্য সফল হলেও নতুন দলের “ফেরার গাড়ি” আপাতত নেই। এই মুহূর্তে সরাসরি কোনো বিপদের খবর নেই। সরকারি তথ্য অনুযায়ী, তিন নভোচারী স্বাভাবিকভাবেই তাঁদের কাজ করছেন, মিশনের সময়সূচিও বদলায়নি। দৈনন্দিন কাজের দিক থেকে সবকিছুই স্বাভাবিক রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে বড় ঝুঁকি হল, জরুরি পরিস্থিতি। যদি স্টেশনে বড় কোনো যান্ত্রিক সমস্যা হয়, আগুন লাগে বা চাপ কমে যায় অথবা আরেকটি মহাকাশ বর্জ্যের আঘাত আসে, তাহলে দ্রুত পৃথিবীতে ফেরার মতো নির্ভরযোগ্য ব্যবস্থা এখনও হাতে নেই। চীনা মহাকাশ সংস্থা জানিয়েছে, পরবর্তী যান ‘শেনঝৌ-২২’ সময় বুঝে মানববিহীনভাবে উৎক্ষেপণ করা হবে। সেটি টিয়াংগংয়ে পৌঁছালে আবার ফেরার একটি বিকল্প তৈরি হবে। এছাড়া প্রকৌশলীরা বলছেন, ‘শেনঝৌ-২০’ যানের সব অংশ হয়তো পুরোপুরি অকার্যকর নয়। চরম জরুরি অবস্থায় তার কিছু অংশ ব্যবহার করা সম্ভব হতে পারে। তবে সেটি হবে ঝুঁকিপূর্ণ এবং একান্ত শেষ উপায়। আন্তর্জাতিক স্পেস স্টেশনেও আগে দীর্ঘ সময় নভোচারীরা আটকে থেকেছেন। তবে সেখানে সবসময় অন্তত একটি ফেরার যান প্রস্তুত থাকত। টিয়াংগং-এর বর্তমান পরিস্থিতি তাই বিশেষভাবে নজরে রাখার মতো। মহাকাশ আবারও দেখিয়ে দিল, প্রযুক্তি যতই উন্নত হোক, নিরাপত্তার বিকল্প না থাকলে ঝুঁকি থেকেই যায়।

 

সূত্র : Three Chinese astronauts were left without a spacecraft to return to Earth after being hit by space debris By ECONEWS; December, 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twenty =