এডি এইচডি ওষুধ কীভাবে কাজ করে?

এডি এইচডি ওষুধ কীভাবে কাজ করে?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ জানুয়ারী, ২০২৬

মনোযোগ ঘাটতি ও অতিসক্রিয়তা সমস্যার নাম ADHD। এর চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলি সরাসরি মস্তিষ্কের মনোযোগ নিয়ন্ত্রণকারী অংশকে সক্রিয় করে বলেই এতদিন ধারণা ছিল। কিন্তু বাস্তব চিত্রটি এতটা সরল নয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকরা জানিয়েছেন, ADHD-এর জন্য ব্যবহৃত জনপ্রিয় স্টিমুল্যান্ট ওষুধ, যেমন রিটালিন বা অ্যাডেরাল আসলে মনোযোগ বাড়ানোর চেয়ে বেশি কাজ করে মস্তিষ্ককে জাগ্রত ও সক্রিয় রাখতে। গবেষকরা মস্তিষ্কের কার্যকলাপ বোঝার জন্য fMRI স্ক্যান ব্যবহার করেন। তাতে দেখা যায়, ADHD ওষুধ খাওয়ার পর যে পরিবর্তনগুলি হয়, সেগুলি মূলত মনোযোগের সঙ্গে যুক্ত স্নায়ু নেটওয়ার্কে। যেমন তারা জেগে থাকা, সতর্কতা এবং কাজের প্রতি আগ্রহ বা পুরস্কারের অনুভূতির সঙ্গে জড়িত অংশগুলিকে বেশি সক্রিয় করে। অর্থাৎ, ওষুধগুলি সরাসরি “মনোযোগ ঠিক করে” না। তবে কাজকে আরও আকর্ষণীয় করে তোলে। মস্তিষ্ককে বেশি সময় সতর্ক অবস্থায় রাখে। এর ফলেই ADHD-এ আক্রান্ত ব্যক্তি তুলনামূলকভাবে বেশি সময় কোনও কাজে মনোযোগ ধরে রাখতে পারেন। এতদিন ধরে চিকিৎসা পদ্ধতি তৈরি হয়েছে এই বিশ্বাসের ওপর যে ADHD মূলত মনোযোগের সমস্যা। কিন্তু এই গবেষণা ইঙ্গিত দিচ্ছে, সমস্যার বড় অংশ আসলে জাগ্রত থাকা ও উদ্দীপনার সঙ্গে সম্পর্কিত। গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে : ঘুমের ভূমিকা। বিজ্ঞানীরা লক্ষ্য করেন, ঘুমের অভাবে থাকা শিশুদের মস্তিষ্কের কার্যকলাপ অনেক ক্ষেত্রে ADHD-এর মতোই দেখায়। অর্থাৎ, যেসব শিশু পর্যাপ্ত ঘুম পাচ্ছে না, তাদের আচরণ ভুল করে ADHD হিসেবে ধরা পড়তে পারে। এমনও দেখা গেছে, কিছু ক্ষেত্রে ADHD ওষুধ ঘুমের অভাবে তৈরি হওয়া সমস্যাগুলিকে সাময়িকভাবে ঢেকে দেয়। ওষুধ মস্তিষ্ককে জাগিয়ে রাখে, ফলে উপসর্গ কম মনে হয়। কিন্তু আসল সমস্যা, ঘুমের অভাব, থেকেই যায়। চিকিৎসকরা বলছেন, শুধু আচরণ দেখে নয়, শিশুর ঘুম, দৈনন্দিন রুটিন ও মানসিক চাপের বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখা দরকার। অনেক ক্ষেত্রে ADHD-এর লক্ষণ পুরোপুরি স্নায়বিক সমস্যার ফল নাও হতে পারে। ঘুমের অভাব, অতিরিক্ত মোবাইল দেখা বা মানসিক চাপও একই ধরনের আচরণ তৈরি করতে পারে। এই গবেষণা ADHD-এর ওষুধ বন্ধ করার কথা বলছে না। তবে এটি স্পষ্ট করে দিচ্ছে যে, ওষুধ কীভাবে কাজ করে তা নিয়ে আমাদের বোঝাপড়া এতদিন অসম্পূর্ণ ছিল। ভবিষ্যতে ADHD চিকিৎসায় ঘুমের মান উন্নত করা, জীবনযাত্রার পরিবর্তন এবং আচরণগত থেরাপিকে আরও বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। সুতরাং ADHD-কে শুধু একটি “মনোযোগের রোগ” হিসেবে দেখলে চলবে না। এটি একটি জটিল সমস্যা, যেখানে মস্তিষ্কের জাগরণ, প্রেরণা এবং দৈনন্দিন অভ্যাস সবকিছুরই ভূমিকা থাকে।

 

সূত্র: Washington University in St. Louis. “ADHD drugs don’t work the way we thought.” ScienceDaily. ScienceDaily, 29 December 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =