অতিতপ্ত গ্যালাক্সি পুঞ্জ

অতিতপ্ত গ্যালাক্সি পুঞ্জ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ জানুয়ারী, ২০২৬

মহাবিশ্বের শৈশবকালের ইতিহাস নিয়ে বিজ্ঞানীদের ধারণায় নতুন করে আলোড়ন তুলেছে এক তরুণ গ্যালাক্সি পুঞ্জ। এর নাম SPT2349-56। বিগ ব্যাংয়ের মাত্র ১.৪ বিলিয়ন বছর পরেই এই পুঞ্জটির জন্ম, অথচ এর ভেতরের গ্যাস এমন অস্বাভাবিক গরম যে জ্যোতির্বিজ্ঞানীরা বিস্ময়ে হতবাক।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার গবেষক দাঝি ঝৌ এবং তাঁর সহকর্মীরা চিলির সবচেয়ে শক্তিশালী এ এল এম এ (অ্যাটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে) টেলিস্কোপ ব্যবহার করে এই পুঞ্জটি পর্যবেক্ষণ করেন। তাঁরা দেখেন, এর মাঝখানে ছড়িয়ে থাকা গ্যাসের তাপমাত্রা পৌঁছেছে কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াসে। তুলনা করলে বোঝা যায় বিস্ময়ের কারণ—সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা যেখানে মাত্র কয়েক হাজার ডিগ্রি, সেখানে এই বিশাল অঞ্চল সূর্যের চেয়েও বহুগুণ বেশি উত্তপ্ত।

সমস্যা হলো, এত অল্প বয়সে কোনো গ্যালাক্সি পুঞ্জের এত গরম হওয়ার কথা নয়। প্রচলিত তত্ত্ব অনুযায়ী, এরা ধীরে ধীরে বড় হয়। প্রথমে ঠান্ডা ও কম ঘন গ্যাস জমা করে, আর তারপর কয়েক বিলিয়ন বছরে সেই গ্যাস উত্তপ্ত হয়। কিন্তু SPT2349-56 এই নিয়মকে একেবারেই মানছে না। গবেষকদের হিসাব বলছে, এই পুঞ্জের গ্যাস প্রত্যাশার তুলনায় ৫ থেকে ১০ গুণ বেশি গরম।

এত তাপ এলো কোথা থেকে? বিজ্ঞানীদের ধারণা, এর পেছনে থাকতে পারে পুঞ্জর ভেতরের কিছু অত্যন্ত সক্রিয় গ্যালাক্সি। এই গ্যালাক্সিগুলো থেকে বেরিয়ে আসছে বিশাল শক্তিশালী শক্তি-প্রবাহ, যা চারপাশের গ্যাসকে দ্রুত উত্তপ্ত করছে। পাশাপাশি সেখানে ঘন ঘন নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে, যা গ্যাসে আরও শক্তি যোগ করছে।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এখনো পর্যন্ত SPT2349-56-ই এই ধরনের একমাত্র পরিচিত উদাহরণ। তাই এটি বিরল কোনো ব্যতিক্রম, নাকি আমরা এখনো পর্যন্ত এমন আরও বহু “অতিগরম তরুণ পুঞ্জ” খুঁজে পাইনি—সে প্রশ্নের উত্তর অজানা।

গবেষকদের মতে, এই আবিষ্কার গ্যালাক্সি পুঞ্জ বিবর্তনের এমন এক পর্যায়ের সম্পর্কে খবর দিয়েছে, যা আগে কখনো প্রত্যক্ষ করা যায়নি। ভবিষ্যতে আরও পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে চান, এই অস্বাভাবিক তাপ কি মহাবিশ্বের শুরুর দিকের গঠনপ্রক্রিয়া সম্পর্কে আমাদের বোঝাপড়ায় নতুন করে কিছু যোগ করতে চলেছে?

 

সূত্র : Weird clump in the early universe is piping hot and we don’t know why

A galaxy cluster in the early universe is 10 times hotter than it ought to be, which may reshape how we think these enormous structures formed by Leah Crane, published in Nature, 5th January,2026. DOI: 10.1038/s41586-025-09901-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + thirteen =